পাতা:গৌড়ের ইতিহাস (প্রথম খণ্ড).djvu/১৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তম অধ্যায় । እዓ› সংশ্রোত্রিয়, ৮৪ জন কষ্ট শ্রোত্রিয় হন। পূৰ্ব্বে বেদজ্ঞ ব্রাহ্মণদিগকে শ্রোত্রিয় বলিত। বল্লালসেনের কৌলীন্ত-মৰ্য্যাদা-সংস্থাপনের সময় হইতে শ্রোত্ৰিয় শব্দটর গৌরব অন্তৰ্হিত হইল । পূৰ্ব্বোল্লিখিত কুলীনগণের নাম এই – > || २ ! ן ס\ 8 | & ७ !

ιν సె ভট্টনারায়ণবংশীয় জয়সাগর । সাধু বাগচী । 秀罗 রুদ্র বাগচী । 3象 লোকনাথ লাহিড়ী । কাশ্যপ গোত্রীয় ক্রতুভাদুড়ী । 罗罗 মধুমৈত্ৰেয় । বাৎস্ত গোত্রীয় লক্ষ্মীধর সান্তাল । 33 জয়মান মিশ্র । ভরদ্বাজ গোত্রীয় সায়নাচাৰ্য্য ভাদড় ।

  • j,

এই নয় জনের মধ্যে শেষোক্ত ব্যক্তি পরবর্তী কালে কৌলীন্ত প্রাপ্ত হন বলিয়া “ভাদড়া: পংক্তিপূরকাঃ” এই শ্লোক শুনা যায়। ভট্টনারায়ণ শাণ্ডিল্যগোত্রীয় ছিলেন , শাওঁীলাগোত্রীয় পীতাম্বর বল্লালের সময় বিদ্যমান ছিলেন । র্তাহার পুত্র লোকনাথ লাহিড়ী গ্রামে বাস করেন, তজ্জন্য র্তাহার লাহিড়ী গাই হয় । রাঢ়বাসী উনিশ জন কৌলীন্য প্রাপ্ত হন, তাহাদের নাম এই ;---

& ! כ\

  • }

শাণ্ডিল্যগোত্রীয় জাহলন । $ 8 মহেশ্বর । 3 * দেবল ।

  • * বামন ।

w; মকরন ।