পাতা:গৌড়ের ইতিহাস (প্রথম খণ্ড).djvu/২১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তম অধ্যায় । סא"ל צ ছিলেন। অনিরুদ্ধ বরেন্দ্রীবাসী ছিলেন। “লঘুভারত" কারের মতে করতোয় তটে এই বরেন্দ্রীনগর ছিল ।* কেহ কেহ বলেন, অনিরুদ্ধ ভট্টই “দানসাগর” রচনা করেন,—বল্লাল উহার রচয়িত নহেন । এরূপ সনোহের কারণ কি, জানি না । “সময় প্রকাশ” গ্রন্থকার ও স্বাৰ্ত্ত রঘুনন্দন ভট্টাচাৰ্য্য “দানসাগর” হইতে প্রভূত প্রমাণ উদ্ধত করিয়াছেন। এই মহাগ্ৰহ ৭ অধ্যায়ে বিভক্ত। ইহাতে ১৩৭৫ প্রকার দানের প্রকার, সময় ও পাত্রাদির বিষয়া আলোচিত হইয়াছে। নিম্নলিখিত পুরাণ ও সংহিতাদি হইতে প্রমাণ গ্রহণ করা হইয়াছে । পুরাণ-সমূহ উপপুরাণ-সমূহ। ব্ৰহ্ম অাদ্য বরাহ সম্বি অগ্নি কালিকা ভবিষ্য নন্দী মৎস্ত আদিত্য কৃম্ম নরসিংহ আস্থ্য মার্কণ্ডেয় বিষ্ণুধৰ্ম্মোত্তর শাস্ত্র-সমূহ । বিষ্ণুধৰ্ম্ম কাত্যায়ন গোপথ-ব্রাহ্মণ জাবাল রামায়ণ সনন্দন মহাভারত্ব বৃহস্পতি

  • ত্রিক ও শেষ অভিধানের মতে গৌড় দেশের নাম বরেস্ত্রী।