পাতা:গৌড়ের ইতিহাস (প্রথম খণ্ড).djvu/২৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* eg গৌড়ের ইতিহাস । রাজামাত্য মহাপ্ৰতীহার भ७ञॉब्लक পুরোহিত মহাভেীরিক বিষয়পতি মহাপীলুপতি মহাসন্ধিবিগ্রহিক মহাধৰ্ম্মাধ্যক্ষ চেীরোদ্ধরণিক মহাসেনাপতি নৌবল-হস্তশ্ব গো-মহিষাজীবিকাদিব্যাপৃতক প্রভৃতিকে জানাইয়া তাম্রশাসনগুলি . প্রদত্ত হইয়াছে। ‘ভেরিক শব্দের অর্থ কনকাধ্যক্ষ * ; মহাভেরিক সেই শ্রেণীস্থ কৰ্ম্মচারিগণের প্রধান । রাজ্যমধ্যে শাস্তিরক্ষার্থ স্থানে স্থানে এক-একদল রক্ষী থাকিত, তাহাদের অধ্যক্ষকে ‘গণস্ত’ বলিত ; ‘মহাগণস্থ’ সেই শ্রেণীর কৰ্ম্মচারিবর্গের প্রধান ছিলেন। তখন দ্যুত-ক্রীড়ার অত্যন্ত প্রাদুর্ভাব ছিল। দ্যুতাগার সমূহের কাৰ্য্যাধক্ষকে ‘অক্ষপটলিক’ বলিত । অক্ষপটলিকগণ দ্যুতাগার হইতে কর আদায় করিতেন ; রাজগণ সেই কর গ্রহণ করিতেন। ‘মহাক্ষপটলিক, অক্ষপটলিকদিগের প্রধান ছিলেন। দ্যুতাগারের প্রধান দ্যুতকারককে ‘সভিক বলিত, ইহা আমরা সংস্কৃত নাটকে দেখিতে পাই । দিনাজপুরের তাম্রশাসনের “বুদ্ধবিহারিদেবতানিকর দেয়াম্মণভূম্যাঢ়াবাপ” বাকাটা প্রণিধানযোগ্য । আমুলিয়ার তাম্রশাসন “বৃষভশঙ্করনলিন” শব্দটার অর্থ বিচাৰ্য্য। তাম্রশাসনোক্ত কাকিনী শব্দের কাঠা ; উন্মান শব্দের অর্থ দ্রোণ। দ্রোণ শব্দটী ভূমির পরিমাণ ও শস্যের ভারবিশেষ অর্থে ব্যবহৃত হইয়াছে। - “পলঞ্চ কুড়বঃ প্রস্থ আটকে দ্রোণ এব চ। ধান্তমানেষু বোদ্ধর্যাঃ ক্রমশোহনী চতুগুণাঃ দ্রেীণেঃ ষোড়শভিঃ খারী বিংশত্যা কুম্ভ উচ্যতে ॥” —হেমাদ্রিদান খণ্ডে বিষ্ণু ধৰ্ম্মোত্তরে।

  • **¢छt{ब्रय६ कमकtथाश्वः” श्ङ,मब्र६ ।।