পাতা:গৌড়ের ইতিহাস (প্রথম খণ্ড).djvu/২৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তম অধ্যায়। ২১৭ তাম্রশাসনে বিশ্বরূপ সেন দেব, “গর্গ্যবনাম্বয় প্রলয়কাল রুদ্রঃ” এই বিশেষণে বিশেষিত হইয়াছেন । বিশ্বরূপের পর নারায়ণ ও সদাসেনের নাম উল্লিখিত হইয়াছে। নারায়ণ কেশবের পুত্র বলিয়া কুলজীগ্রন্থে লিখিত আছে । “আইন-ই আকবরি” মতে সেন-বংশীয় সাতজন রাজা একশত নয় বৎসর রাজত্ব করেন । সুখসেন ৩ বৎসর রাজত্ব করেন । বল্লালসেন ৫০ , $3. 33 লক্ষ্মণসেন ৭ , 33 לל মাধবসেন ১০ , 53 לנע কাযমুসেন ১৫ *} גג সদাসেন $8 m. x3 x3 নওজে ১০ বৎসর রাজত্ব করেন । বল্লালসেনের পিতার নাম বিজয়সেন ; সুখসেন, বিজয়সেনের ভ্রাতা । কাযমুসেন, কেশবসেনের কদৰ্য্য উচ্চারণ। সদাসেনের কোন সংবাদ জানা যায় নাই। নওজে বা দনেজা মাধব সেনবংশীয় শেষ রাজা । ইনি লক্ষ্মণসেনের প্রপৌত্র ছিলেন। পৈনাম নামক স্থানে তাহার রাজধানী ছিল। দনেজা মাধবের সভায় পঞ্চ মহাবংশ সস্তৃত ছাপ্পান্ন গ্রামীণ ৫০৮ জন ব্রাহ্মণ উপস্থিত ছিলেন। তিনি র্তাহাদিগকে গুণানুসারে কুলীন, সাধ্য শ্রোত্রিয়, সিদ্ধশ্রোত্রিয়, সুসিদ্ধ শ্রোত্রিয় ও কণ্ঠশ্রোত্রিয় —এই কয়েকভাগে বিভক্ত করেন। ১২৮৭ খৃষ্টাব্দে সুলতান বুলবন, তোগ্রলকে দমন করিবার জন্ত যখন ত্রিপুরাভিমুখে যাত্রা করেন, তখন এক দনৌজ মাধব বা দনুজ রায়,