পাতা:গৌড়ের ইতিহাস (প্রথম খণ্ড).djvu/২৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরিশিষ্ট । ২৫৭ ষষ্টবৰ্যসহস্রাণি স্বর্গে তিষ্ঠতি ভূমিদং । আক্ষেপ্ত চাকুম স্ত। চ দ্বাবে ব নরকে পচেং ॥ হাট কক্ষিতিগৌরীণাং সপ্তজন্মানুগং ফলং । ভূমদানন্ত তু ফলং যাবচ্চন্দ্রদিবাকরে ॥ বাপী কূপতড়াগৈশ্চ অশ্বমেধশতৈরপি । গবাং কোটি প্রদানেন ভূমিহৰ্ত্ত ন শুধতি ॥ ৯ ; Iবজ সেনের প্রস্তর কলক । রাজনাহা জেলার অন্তর্গত গোদাগাড়ি থানার দেওপাড়া গ্রামের সন্নিধানে রাজদাহী জেলার ভূতপূৰ্ব্ব মাজিষ্ট্রেটু মেটকাফ, সাহেব একখানি প্রস্তরফলক পান । উহার অক্ষর বাঙ্গালা ও দেবনাগর অক্ষর হইতে পৃথক্ । রাজা প্ৰদ্যুম্নপূর, এই স্থানে প্রত্ন্যমেশ্বর-নামক হরিহরমূৰ্ত্তি স্থাপন করেন। বিজয়সেন, এইখানে একটী শিব-মনির নিৰ্ম্মাণ করেন। উমাপতিধর, বিজয়সেনের বংশ ও যশোবর্ণন করিয়া একটা প্রশস্তি রচনা করিয়াছেন। উহার শ্লোকগুলি নিয়ে উদ্ধত হইল । ১ । বক্ষোংশুকাহরণসাধ্বসকৃষ্টমেীলিমালাচ্ছটাহতরতালয়দীপভাসঃ। দেবাস্ত্রপামুকুলিত মুখমিন্দুভাতি বীক্ষ্যাননানি হসিতানি জয়স্তি শস্তোঃ ॥ ২ । লক্ষ্মীবল্লভশৈলজাদয়িতয়োরদ্বৈতলীলাগৃহৎ প্রহ্লামেশ্বরশদলাঞ্ছনমধিষ্ঠানং নমস্কুৰ্ম্মছে । যত্রালিঙ্গনভঙ্গ কাতরতয়া স্থিত্বাস্তরে কান্তয়োদেবীভাং কথমপ্যভিন্নতন্থতাশিল্পেহন্তরায়ঃ কৃতঃ ॥ ৩ । যৎ সিংহাসনমীশ্বরস্ত কনক প্রায়ং জটামগুলং গঙ্গাণীকরমঞ্জরীপরিকরৈর্যচ্চামর প্রক্রিয়া । 3 *