পাতা:গৌড়ের ইতিহাস (প্রথম খণ্ড).djvu/৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

R গৌড়ের ইতিহাস । কখনও মগধ ও মিথিলা বা বিদেহও গৌড়ের অন্তর্গত হইত, অতএব গৌড়ের ইতিহাস জানিতে হইলে, এই সকল দেশেরও বিবরণ কিছু কিছু জানা আবশুক । প্রাগজ্যোতিষপুর, কলিঙ্গ, ত্রিপুরা ও উৎকল গৌড়ের নিকটবৰ্ত্তী ; এই সকল দেশের ইতিহাসের সহিত গৌড়রাজ্যের ইতিহাসের সংস্রব আছে, অতএব ইহাদের কিছু কিছু বিবরণ লিখিয়া গ্রন্থারম্ভ করা যাইতেছে। পূৰ্ব্বে পুণ্ড-বঙ্গাদি রাজ্যে আর্যজাতির বসতি ছিল না। বেদের সংহিতাভাগে বঙ্গাদিদেশের নাম নাই। অথৰ্ব্ব বেদে মগধের বগধ এবং ঋক সংহিতায় কীকট নাম আছে। ইহাতে বুঝা যায়, বৈদিককালের পর অক্ষাদি দেশে আর্য্যজাতির বসতি হয় । অঙ্গদেশ হইতে আর্য্যসভ্যতা পুণ্ড, বঙ্গ, সুহ্মাদি দেশে বিস্তৃত হয়। সে কত কালের কথা, নিশ্চয় করিয়া বলা যায় না । পুরাণে অঙ্গরাজগণের পরিচয় আছে, কিন্তু পুণ্ড,বঙ্গাদি দেশের রাজবংশ ও রাজগণের কোন বিশেষ কথা নাই । অঙ্গরাজ্য । অথৰ্ব্ব সংহিতায় অঙ্গের নাম আছে * পুরাণে দৃষ্ট হয়, আৰ্য্যাবৰ্ত্তে গঙ্গাতীরে বলি নামক রাজা রাজত্ব করিতেন। ইনি যযাতি-তনয় পুরুর অধস্তন দ্বাবিংশ পুরুষে জন্মগ্রহণ করেন। বৈদিক ঋষি দীর্ঘতম বলির সমসাময়িক । স্বৰ্গীয় উমেশচন্দ্র বটব্যালের মতে দীর্ঘতম খৃঃ পূঃ ১৬৯০ অব্দে বৰ্ত্তমান ছিলেন। বলির অঙ্গ, বঙ্গ, পুণ্ড, সুহ্ম ও কলিঙ্গ নামে পাঁচটি পুত্র জন্মে। তাহদের নামানুসারে তাহদের

  • অথৰ্ব্ববেদ e॥২২॥১৪