বিষয়বস্তুতে চলুন

পাতা:গৌড়ের ইতিহাস (প্রথম খণ্ড).djvu/৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

や গৌড়ের ইতিহাস । পরিভ্রমণ করিতে করিতে চম্পার নিকটবর্তী ভোদিও নামক নগরে আগমন করিয়াছিলেন। অঙ্গের রাজধানী চম্পানগরীর গকুর সরোবরতীরে পরিব্রাজকগণের অবস্থিতির জন্ত এক আশ্রম নিৰ্ম্মিত হইয়াছিল। পরিব্রাজকের বর্ষাকালে তথায় অবস্থান করিয়া চাতুৰ্ম্মান্ত করিতেন। এই আশ্রম বহুকাল প্রসিদ্ধ ছিল। “কাদম্বরী’ ও ‘দশকুমার চরিতে” চম্পার এই পরিব্রাজ কাশ্ৰমের উল্লেখ আছে । চম্পা নগরে দ্বাদশ তীর্থঙ্কর বাস্থপূজ্যের জন্ম হয়। অশোকের মাতা সুভদ্রাঙ্গী চম্পার এক ব্রাহ্মণকন্যা। চম্পাবাসী জিন নামক বৌদ্ধপণ্ডিত “লঙ্কাবত্তার স্বত্র” নামক এক দর্শন গ্রন্থ রচনা করেন। ইনি স্মৃতিকার কাত্যায়ন বংশীয় ছিলেন। বোধ হয়, কাত্যায়ন অঙ্গদেশীয় ছিলেন। চম্পার বণিকৃগণ চম্পা হইতে গঙ্গা বাহিয়া সমুদ্র-পথে বাণিজ্য করিতেন, বৌদ্ধজাতক গ্রন্থে ইহার উল্লেখ আছে । বুদ্ধদেবের জন্মের পূৰ্ব্ব হইতে মগধ ও অঙ্গরাজ্যে বিবাদ চলিতেছিল। অবশেষে অঙ্গরাজ্য মহাপ্রতাপশালী অজাতশত্রুর মগধ সাম্রাজ্যের অধীন হইয়া যায় । পৌরাণিক যুগের শেষভাগে অঙ্গরাজ্যের সীমা পরিবৰ্ত্তিত হয়। শক্তিসঙ্গম তন্ত্রের সপ্তম পটলে অঙ্গরাজ্যের এইরূপ সীমা আছে ঃ– “বৈদ্যনাথং সমাসাদ্য ভুবনেশান্তগং শিবে। তাবদঙ্গাভিবে দেশে যাত্রায়াং নহি দুষাতি ॥” মহারাজ স্কন্দগুপ্ত বিক্রমাদিত্যের সময়ে চম্পানগরে কর্ণসেন নামক রাজা রাজত্ব করিতেন। স্কন্দগুপ্ত ৪৫ • খৃষ্টাব্দ হইতে ৪৬৮ খৃষ্টাব্দ পর্য্যস্ত রাজত্ব করেন। কর্ণসেন স্কন গুপ্তের সথা ছিলেন। ৩৮০ খৃষ্টাব্দে মহাক্ষত্রপ রুদ্রদেবেরপুত্র সত্যসেন বা স্বর্যসেন অঙ্গদেশের রাজা ছিলেন। হণদিগের কর্তৃক গুপ্ত-সাম্রাজ্য বিধ্বস্ত হইলে, হুণেরা উত্তর ভারতে