পাতা:গৌড়ের ইতিহাস (প্রথম খণ্ড).djvu/৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

९९ গৌড়ের ইতিহাস । ভ্রাতা হিড়িম্ব কৰ্ম্মনাশার দক্ষিণদিকে সাহাবাদ অঞ্চলের লোক । এখনকার মণিপুরের প্রকৃত নাম মিতাই দেশ। এই সেদিন অর্থাৎ ১৭১২ খৃষ্টাব্দে মণিপুরবাসীরা হিন্দু হইয়াছে। ত্রিপুরা উহাদের আগে হিন্দু হইয়াছে। তবে অনেক প্রাচীন আচার ব্যবহার এককালে পরিত্যাগ করিতে পারে নাই । ৬৮২ খৃষ্টাব্দ হইতে ত্রিপুরাব্দ গণিত হয় । সম্ভবতঃ উক্ত খৃষ্টাব্দে ত্রিপুরারাজ্য স্থাপিত হয়। কথিত আছে, ত্রিপুরেশ্বর বীররাজ গঙ্গাতীর পৰ্য্যস্ত রাজ্য বিস্তার করেন । সেই ঘটনার স্মরণার্থ এই অব্দ প্রচলিত ত্রিপুরায় কোন সময়ে বৌদ্ধধৰ্ম্ম প্রচারিত হয়। বুদ্ধ গুপ্তনাথ নামক একজন তিব্বতীয় পরিব্রাজক খৃষ্টীয় সপ্তম শতাব্দীতে ত্রিপুর পরিদর্শন করেন, তখন উহা একটী প্রধান বৌদ্ধ-স্থান ছিল । তারানাথ ত্রিপুরা দেখিয়া লিথিয়াছেন, তথায় তান্ত্রিক বৌদ্ধমত প্রচলিত। হোয়ে, স্থসাংএর গ্রন্থে ত্রিপুরার কমলাঙ্গ নাম লিখিত আছে ; এই শব্দ হইতে কুমিল্লা নামের উৎপত্তি হইয়াছে। ত্রিকাগুকোষ অভিধানে ত্রিপুর দেশের ডাহন দেশ নাম দৃষ্ট হয়। * ইহা ত্রিপুরার আদি নাম । ত্রিপুরা ও বঙ্গের সীমার মধ্যস্থানে একটা সাগরশাখা ছিল। রামপালের নিকট মেঘনাথ নদ সমুদ্রে পড়িয়াছিল। বঙ্গদেশ । ণ পুও, সুহ্ম, উপবঙ্গ, রাঢ় প্রভৃতি সমুদায় দেশই এখন বঙ্গদেশের অন্তর্গত হইয়াছে। কিন্তু পূৰ্ব্বকালে বঙ্গদেশ বলিতে কেবল ঢাকা অঞ্চল

  • কৌশলাগমোক্ত কূৰ্ম্মচক্রে ডাহল নাম আছে। তন্ত্রোক্ত জয়হস্তার বর্তমান নাম gBBDS BBB BB BBS BBBS BB BBBBB BBB BBS BB BBBBB S + ব্ৰহ্মাও পুরাণে অঙ্গ, বঙ্গ, রাঢ় ও গোদ দেশেব নাম আছে, এবং উহা কেতুমীল