বিষয়বস্তুতে চলুন

পাতা:গৌড়ের ইতিহাস (প্রথম খণ্ড).djvu/৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম অধ্যায় । ২৩ বুঝাইত। ঐতরেয় আরণ্যকে প্রথম বঙ্গ নাম পাওয়া গিয়াছে। * অতএব বৈদিক সময়ে ও বঙ্গ আর্য্যগণের পরিজ্ঞাত ছিল । তবে, তখন বঙ্গদেশে রাক্ষস প্রকৃতির লোকের বাস ছিল, বেদের প্রাচীন ভাষ্যকারগণ ইহা বিশ্বাস করিতেন। মহাভারতের বনপর্বের তীর্থযাত্র-প্রকরণে আছে, পরশুরাম লৌহিত্যতীর্থ স্থষ্টি করেন । সম্ভব হয়, পরশুরাম প্রথম এই প্রদেশে একটী আৰ্দ্য উপনিবেশ স্থাপন করেন । রামায়ণে বঙ্গের নাম আছে। পুরাণানুসারে রামায়ণের রচনাকাল খৃঃ পূঃ ২• • • বৎসর। রামায়ণে দশরথ বলিতেছেন অঙ্গ, বঙ্গ, কাশী, কোশল প্রভৃতির রাজার তাহার অধীন ছিল । { বঙ্গদেশের পাশ্বদেশ দিয়া হিমালয়ের পাদদেশ পৰ্য্যন্ত সমুদ্র বিস্তৃত ছিল , এই সমুদকে লৌহিত বা লোহিত সাগর বলিত । মহাভারতে অর্জনের দিগ্বিজয়-প্রসঙ্গে লিখিত আছে যে, অৰ্জ্জুন সপ্তদ্বীপের রাজগণকে পরাজিত করিয়া প্রাগজ্যোতিষপুর অধিকার করেন ; এই সপ্তদ্বীপ সম্ভবতঃ লোহিত সাগরস্থ সপ্ত উচ্চ ভূখণ্ড ; এখন উহা বঙ্গদেশের অন্তর্গত হইয়াছে । মনুর সময় আৰ্যজাতি ইহার পূৰ্ব্বদিকে বসতি বিস্তার করেন নাই। ময়ু আর্যাবর্তের পূৰ্ব্বসীমায় যে সমুদ্র উল্লেখ করিয়াছেন, তাহ এই লৌহিত্য সমুদ্র । মনু লিখিয়াছেন – বধের অন্তর্গত বলা হইয়াছে। এদিকে পৌণ্ড, বিদেহ, প্রবিজয়, তাম্রলিপ্তক, বঙ্গ, প্রাগজ্যোতিষপুরকে ভারতবর্ষের অন্তর্গত ধর। হইয়াছে তাহা হইলে পুরাণে দুটা বঙ্গদেশের উল্লেখ আছে । পুরাণের এই বর্ণনা কোন ঐতিহাসিক সত্য আছে কিন, বুঝা গেল ন । এই পুরাণেই অtবার উত্তরদিগ বৰ্ত্তী একটী পুণ্ড,নগরের নাম আছে ।

  • ইমা: প্রজাস্তিস্র৷ অত্যায়মীয় স্তানীমানি বয়াংসি ।

বঙ্গাবগধttশ্চর পদtষ্ঠস্থ্য আর্ক মভিতে বিবি স্ৰ ইতি ॥ ধথ। + * অযোধ্যাকাও, ১৯ম অধ্যায়। 委 † সভাপর্ব, ২৫ অধ্যায় ।