○やり গৌড়ের ইতিহাস । প্রগজ্যোতিষপুরের স্তম্ভ-বংশীয় শালস্তম্ভ রাজার নাম পাওয়া যায়। ইহার বংশে দশজন রাজা রাজত্ব করেন। এই বংশের শেষ রাজার নাম হরিশ। স্তম্ভ-বংশের পর আসামে প্ৰলম্ব-বংশের রাজত্ব হয়। ইহার পর পূৰ্ব্বোল্লিখিত আহম নামক পাৰ্ব্বত্যজাতি উত্তর ব্রহ্ম হইতে আসিয়া কামরূপ রাজ্য অধিকার করে ( ১২২৯ খৃ: )। তখন চুকাফা : তাহাদের রাজা ছিলেন। আহমের সমরনিপুণ জাতি ছিল। চুহুংমুং নামক রাজা ১৪৯৭ খৃষ্টাব্দে হিন্দুধৰ্ম্ম অবলম্বন করিয়া, স্বৰ্গনারায়ণ নাম গ্রহণ করেন । আহম-রাজগণ ইন্দ্রবংশীয় বলিয়া আপনাদের পরিচয় দিতেন। আহমের উপাস্ত দেবতাকে চোমদেও ও পুরোহিতকে দেওধৈন বলিত। ১৬১১ খৃষ্টাব্দে চুচুংফা বা প্ৰতাপসিংহ রাজা হইয়া এদেশে হুর্গোৎসব প্রচার করেন । মাকণ্ডেয় পুরাণে পূৰ্ব্বদেশীয় জনপদের উল্লেখক'লে--অন্ধ বাক, মূদ্র গুরক, অস্তুগিরি, প্লবঙ্গ, ৰঙ্গেয়, মলদ, মলবৰ্ত্তিক, ব্রহ্মোত্তর, প্রবিজয়, ভার্গব, অঙ্গেয়, কর্দক, প্রাগজ্যোতিষ, মদ্র, বিদেহ, তাম্রলিপ্তক, মল্ল, মগধ, গোমেধ,—এই কযেকট দেশের নাম আছে । বঙ্গেয় ও অঙ্গেয় অবগু বঙ্গ ও অঙ্গ । মুদগুরক, মুঙ্গেরের প্রাচীন নাম । প্রাগজ্যোতিষ, বিদেহ, তাম্রলিপ্তক, মগধকেও জানা গিয়াছে। অবশিষ্ট কয়েকটার সম্বন্ধে বিশেষ কিছু জানা যায় নাই। পুণ্ডের নাম পাওযা গেল না। বোধ হয় এই পুরাণ-রচনাকালে পুণ্ড অঙ্গ ব৷ বঙ্গের অন্তভুক্ত হইয়া গিয়াছিল।
পাতা:গৌড়ের ইতিহাস (প্রথম খণ্ড).djvu/৬৪
অবয়ব