পাতা:গৌড়ের ইতিহাস (প্রথম খণ্ড).djvu/৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় অধ্যায় । 8 ○ বংশীয় ও পূৰ্ব্বপারে অনাৰ্য্য-বংশীয় লোকের বসতি ছিল। করতোয় । পুণ্ড রাজ্যের একটা প্রধান নদী ছিল । হিমালয় হইতে বঙ্গদেশের উত্তরে যে সকল ক্ষুদ্র ক্ষুদ্র নদী বহির্গত হইয়াছিল, সেই সকল নদী বরেন্দ্রের কঠিন মৃত্তিক ভেদ করিতে না পারিয়া উহার পূর্ব ও পশ্চিম দিকে মিলিত হইয়া, করতোয় ও মহানন্দ নাম ধারণ করিয়াছিল। করতোয় পূৰ্ব্বকালে ব্রহ্মপুত্র অপেক্ষাও প্রকাগু নদী ছিল । । পুরাণতন্ত্রাদিতে ব্ৰহ্মপুত্র অপেক্ষা করতোয়ার অধিক উল্লেখ দৃষ্ট হয়। কোন সময়ে গঙ্গা ও ব্রহ্মপুত্রের নিম্ন দিকের প্রবাহ স্বতন্ত্রভাবে সমুদ্রে পতিত হইত, উভয়ের প্রবাহ নিম্ন বঙ্গে ৭৫ ক্রোশ অন্তরে ছিল । করতোয়া তৎকালে গঙ্গা ও ব্রহ্মপুত্রের মধ্যবৰ্ত্তী ভূভাগ দিয়া হরিণঘাটার নিকট সমুদ্রে পতিত হইয়াছিল। এখনও সুন্দর বনে করতোয় নামী একটা ক্ষুদ্র স্রোতস্বতী আছে। মাথা ভাঙ্গা, করতোয়ার ছিন্ন দেহ বলিয়া বোধ হয়। করতোয় হইতে দক্ষিণ বঙ্গের কুমার, ইছামতী, চুণী, নবগঙ্গা বাহির হইয়াছিল। করতোয়া উপর দিক হইতে বিলুপ্ত হইলে, এই সকল নদী গঙ্গার সংস্রবে আসিয়াছে। এই সকল ঘটনা কোন সময়ে হয়, তাহ বলা যায় না । g পূৰ্ব্বকালে গঙ্গার প্রধান জল-স্রোত ভাগীরথী দিয়া প্রবাহিত হইত। কিম্বদন্তী আছে—কোন দৈত্য গঙ্গাকে পদ্মার পথে ভুলাইয়া

  • ভারতের জন্য অংশে করতেীয় নাম্নী নদী ছিল । মার্কণ্ডেয় পুরাণে একটা করতোয়ার নাম আছে ; উই৷ ঋক্ষপদ হইতে নির্গত বলা হইয়াছে । -

+ বখতিয়ার যে সময় করতোয় উত্তীর্ণ হন, সেই সময় উহ। বিস্তারে গঙ্গার তিন গুণ ছিল। জনশ্রুতি-মতে, বগুড়। জেলার মরিচ। সেরপুর ও ময়মনসিংহ জেলার দশকাহলিয়া-সেরপুর করতোয়ায় উভয়তীরে অবস্থিত ছিল ; এই স্থানে করতোয় পায় হইতে দণ কাহণ করিয়া কড়ি লাগিত ।