পাতা:গৌতমীয়-তন্ত্রম্‌.djvu/১৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S8e ८ोङभोग्नउद्धभ्। দক্ষিণাঙ্গুষ্ঠসংসত্তা তৎকনিষ্ঠ প্রসারিত। তর্জনীমধ্যমানামাঃ কিঞ্চিৎ সঙ্কোচ্য চালিতাঃ ॥ ১৬৬ বেণুমুদ্রেহ কথিত মুগুপ্ত প্রেয়সী হরে । , অঙ্গুলীঃ সংহতাঃ কৃত্ব করয়োর্কামদক্ষয়ো ॥১৬৭ ৷ স্বামনাসাসমাযুক্ত দক্ষপাণিকনিষ্টিকা । দক্ষস্ত মধ্যমাক্রান্ত বামহস্তস্ত তর্জনী ॥ ১৬৮ ॥ বামমধ্যমন্ত্রাক্রান্ত দক্ষহস্তস্ত তর্জনী । সংযুতে কারয়েদ্বিদ্বানস্কুষ্ঠাৰুভয়োরপি ॥ ১৬৯ ৷ ধেমুমুদ্রা নিগদিত গোপিত সাধকোত্তমৈঃ । করে সংপুটিতে কৃত্ব বামপাণিকনিঠিক ॥১৭• ॥ . করিলেই গালিনী মুদ্র হইয় থাকে। এই মুদ্র গোপালপুজনে প্রশস্ত। করদ্ধয়কে জাফু পৰ্য্যন্ত মালার স্তায় লম্বমানভাবে স্থাপন করিলেই বনমালিকা মুদ্রা হয়। ওষ্ঠে বামকরাঙ্গুষ্ঠ সংলগ্ন করিয়া ঐ হস্তেরই কনিষ্ঠাঙ্গুলিকে দক্ষিণ হস্তের অঙ্গুষ্ঠের সহিত যুক্ত করিবে । অনন্তর দক্ষিণ করের কনিষ্ঠাঙ্গুলি প্রসারণ পূর্বক তর্জনী, মধ্যম ও অনামিকা কিঞ্চিৎ সঙ্কুচিত এবং চালিত করিলেই বেণুমুদ্র হয় । এই মুদ্র হরির অতীব প্রিয় এবং সুযোগ্য। দুই হাতের অঙ্গুলিসকল সংহত করিয়া দক্ষিণ হস্তের কনিষ্ঠাঙ্গুলি বামনাসাসংযুক্ত করিবে ; বামহস্তের তর্জনী দক্ষিণ হস্তের মধ্যমীর সহিত যোগ করিবে । দক্ষিণ হস্তের তর্জনী বাম হস্তের মধ্যমার সহিত একত্র করিবে। পরে উভয় হস্তের অঙ্গুষ্ঠ পরস্পর সংযুক্ত কৱিবে । ইহাই ধেনুমুদ্র । সাধকশ্রেষ্ঠগণ এই মুদ্র অতি যত্নে রক্ষা করিবেন। করম্বয়