পাতা:গৌতমীয়-তন্ত্রম্‌.djvu/১৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গৌতমীয়তন্ত্রম্ " 38S নিপীড্য দক্ষপাণিস্থদক্ষিণাঙ্গুলিভিদৃঢ়ম্। তথা বামাঙ্গুলিভবৈরক্তিগাঢ়ং নিপীড়য়েৎ ॥ ১৭১ ৷ ইতীয়ং বিম্বমূদ্র স্তাৎ প্রশস্ত কৃষ্ণপূজনে। কায়েন মনসা বাচ বুদ্ধ্যাবুদ্ধ্যা চ যং কৃতম্ ॥ ১৭২ ৷ ইহ জন্মনি পূৰ্ব্বস্মিন অথবা পাপসঞ্চয়ম্। & ইমাং জানন যে জনস্তন্মুঞ্চত্যাশু ন সংশয় ॥ ১৭৩ ৷ দেবীঃ সৰ্ব্বে নমস্তস্তি প্ৰণমস্তি তথা জনাঃ । কামমুচ্চাৰ্য্য বিধিবন্নিক্ষিপেদ্ধ দুয়োপরি ॥ ১৭৪ ৷ কৃত্বেতরং করং বামে কৃত্বা সম্যকু সমাজুলীঃ । অন্তোন্তপূঠকরয়োম্মধ্যমানামিকাজুলীঃ । ১৭৫ ৷ বামকনিষ্ঠয়া দক্ষকনিষ্ঠাঞ্চ নিপীড্য চ | বীমানামিকয়া দক্ষতর্জনীঞ্চ নিপীড়য়েৎ ॥ ১৭৬ ৷ সংস্থাপিত করিয়া দক্ষিণ হস্তের অঙ্গুলিসমূহ দ্বারা বামহস্তের কনিষ্ঠাঙ্গুলি নিপীড়িত করিবে । পরে বামাঙ্গুলিসমূহ দ্বার ঐরূপে দক্ষিণ হস্তের কনিষ্ঠাকেও নিপীড়ন করিবে, ইহার নাম বিম্বমুদ্র । এই মুদ্রা শ্ৰীকৃষ্ণসেবায় প্রশস্ত। ইহজন্মে বা পূৰ্ব্বজন্মে জীব কায় দ্বারা, বাক্য দ্বারা বা মনের দ্বারা যে কিছু পাপসঞ্চয় করিয়াছে, সে সকলই এই মুদ্রার জ্ঞানে বিনাশ পায় ॥ ১৬৩-১৭৩ ৷ ঐ ব্যক্তিকে কি দেবতা, কি মনুষ্য সকলেই প্রণাম করেন । দক্ষিণ হস্তের • উপর বামকরতল রাথিয়া দক্ষিণ হস্তের মধ্যম ও অনামিক বামকরের পৃষ্ঠে এবং বামহস্তের মধ্যম ও অনামিকা দক্ষিণকল্পের পৃষ্ঠে স্থাপন করিবে। পরে বামকনিষ্ঠ দ্বারা দক্ষিণ-তর্জনী নিপীড়ন এবং দক্ষিণকনিষ্ঠা দ্বারা বামতর্জনী