পাতা:গৌতমীয়-তন্ত্রম্‌.djvu/১৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ᎼbᎮ8 গৌতমীয়তন্ত্ৰম্ উচ্চরেদর্থমুদিপ্ত মানস: স জপঃ স্মৃতঃ। জিহোষ্ঠেী চালয়েৎ কিঞ্চিদেবতাগতমানস ॥ ৭৭ ৷ কিঞ্চিছুবণযোগ্যঃ স্তাছপাংগু: স জপঃ স্মৃত: । মন্ত্ৰমুচ্চারয়েদ্বাচা বাচিক: স জপঃ স্মৃত ॥ ৭৮ ৷ মানসাদিত্রিভির্ভেদৈঃ কথিতং জপলক্ষণম্। মানসঃ সিদ্ধিকামানামুপাংগুঃ পুষ্টিমিচ্ছতাম্ ॥ ৭৯ ৷ বাচিকে মারণে শস্ত কথিতং জপলক্ষণম্। এবং জপং পুরা কৃত্বা তেজোরূপং সমৰ্পয়েৎ ॥ ৮০ ॥ দেবস্ত দক্ষিণে হস্তে কুশপুষ্পার্থ্যবারিতিঃ । সফলং তদ্বিভাব্যৈবং প্রাণায়ামত্রয়ঞ্চরেৎ ॥ ৮১ ॥ বাহেজিয়গ্রাহ বিষয়সমূহ হইতে মনকে প্রত্যাহরণ ও মন্ত্রের অর্থ একতানচিত্তে পরিকলনপূর্বক মুক্তাপঙক্তির স্তায় জপ করিবে । জপকালে দ্রুত বা বিলম্ব করিবে না। অক্ষরসকলের আবৃত্তিকে জপ বলে। মানসিক, উপাংগু ও বাচনিক ভেদে জপ ত্রিবিধ। তন্মধ্যে মনে মনে উদ্দেশ করিয়া বর্ণ, স্বর ও পদযুক্ত অক্ষরসকল উচ্চারণ করাকে মানসিক জপ বলে। তৎকালে দেবতাগতচিত্ত হইয়া কিয়ৎ পরিমাণে জিহবা ও ওষ্ঠের চালনা করিতে হইবে। কিছু কিছু শুনিতে পাওয়া যায়, এইরূপে জপ করার নাম উপাংগু জপ ; আর বাক্যদ্বারা মন্ত্ৰ-উচ্চারণ করার নাম বাচনিক জপ । এইরূপ মানসাদি ত্ৰিবিধভেদে জপলক্ষণ উক্ত হইয়াছে। তন্মধ্যে সিদ্ধিকামগণের পক্ষে মানস-জপ, পুষ্টিকামগণের উপাংগু-জপ এবং মারণে বাচনিক জপ প্রশস্ত। প্রথমে এইরূপ বিধানে তেজোরূপ জপ করিয়া দেবতার দক্ষিণ