পাতা:গৌতমীয়-তন্ত্রম্‌.djvu/২০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গৌতমীয়তন্ত্রম نامه রাজপুত্রাশ্চ পত্ন্যশ্চ সৰ্ব্বে তস্তানুবৰ্ত্তিনঃ । ইহ ভূত্বণ বরান ভোগানন্তে বিষ্ণো: পদং ব্রজেৎ । ৫১ ৷ অষ্টোত্তরশতং হোমং কুৰ্য্যাক্তৎসংখ্যয়াতঃ। ছোমতপণয়োম্মন্ত্রী সাধয়েদখিলানপি ॥ ৫২ ॥ প্রতির্হোমং প্রকুবীত তথা মধ্যদিনেইথবা । রাত্রিহোমঞ্চ সায়াহ্নে কুৰ্য্যাদেবং বিধি: স্মৃত: ॥ ৫৩ ৷ তৃতীয়কালপূজায়ামস্তি কালবিকল্পনা । সায়াহ্নে নিবসেৎ তত্র বদন্ত্যেকে বিপশ্চিত: ॥ ৫৪ ৷ অষ্টাদশার্ণং সায়াহ্নে রাত্রেী চেদশবর্ণকম্। উভীমুভয়েনৈৰ বদত্তি ব্ৰহ্মবাদিন ॥ ৫৫ ৷ এবং সমস্ত রাজপুত্র ও তাঁহাদের পত্নীবৰ্গ, সকলেই তাহার অনুগামী ও বশীভূত হয়। সে ব্যক্তি যাবতীয় উৎকৃষ্ট ঐহিক মুখভোগ করিয়া অন্তে বিষ্ণুপদ লাভ করে ॥৩৫-৫১ ৷ ভক্তিসহকারে একশত আটটি হোম করিতে হইবে। মন্ত্রসাধনপ্রবৃত্ত পুরুষ হোম ও তর্পণ, এই উভয়ের সমুদায়ই সম্পন্ন করিবে। প্রাতঃকালে, মধ্যাহ্নে, রাত্রিতে ও সায়াহ্নে হোম করিতে হইবে। এইরূপ নিয়ম বিহিত হইয়াছে। তৃতীয়কালপূজায় কালকল্পনা কথিত হইয়াছে। কোন কোন পণ্ডিতের মতে তথায় সায়াহ্নে অবস্থান করিবে। কোন কোন ব্ৰহ্মবাদী লেন, সায়াহ্নে অষ্টাদশাক্ষর, রাত্রিতে দশবর্ণাত্মক এবং উভয় ধৰ্মন্থে উভয়ঙ্কপে পূজা করিবে ।