পাতা:গৌতমীয়-তন্ত্রম্‌.djvu/৩৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গেীভমীয়তন্ত্রম 19yఫె ন রক্তচন্দনং গাত্রে গৃহীয়াভ্রাক্তপুপকম্। বিল্বপত্রৈস্তৎপ্রস্থনৈৰ্নাৰ্চয়েদেবকীস্বতম্ ॥ ৮৬ ৷ নৈব দ্বিরশনং কুৰ্য্যাৎ পৰ্ব্ববর্জমৃতে তথা । তথা নিষেবয়েদ্ধৰ্ম্মপত্নীং ধৰ্ম্মরিরক্ষয় ॥ ৮৭ ॥ ততঃ পরদিনে কৃত্যং কুৰ্য্যাৎ স্নানোত্তরং সুধী । শরীরোদ্বর্তনং কৃত্বা স্নাত্বা ন্যাদিবারিণী ॥ ৮৮ ৷ নিয়তে যাগকালে তু ন কুর্যাদন্তবেক্ষণম্। নৈবাস্ত্রীলং বচে ক্রয়াদালাপং চ নিরর্থকম্।। ৮৯ ৷ ন বৃথা গময়েৎ কালং কেবলং ধ্যানতৎপরঃ । কেবলং শ্ৰীপদাম্ভোজন্তস্তচেতা ভবেৎ সুধী: ॥ ৯০ ॥ ঘদ্যুৎ কৰ্ম্মণি বৈগুণ্যং নিত্যে নৈমিত্তিকেইপি বা । সহস্ৰং প্রজগেমূলমনুং বায়ুতমেব বা ॥৯১ ॥ আরোহণ ও রক্তবসন পরিধান এবং গাত্রে রক্তচন্দন অনুলেপন ও রক্তপুষ্প ধারণ করিবে না। বিল্বপত্র অথবা তদীয় কুমুম দ্বারা দেবকীর্তনয়ের অর্চনা ও দুইবার ভোজন করিবে না। পৰ্ব্বদিন পরিবর্জনপূৰ্ব্বক ঋতুকালে ধৰ্ম্মরক্ষাবাসনায় ধৰ্ম্মপত্নীর সেবা করিবে। অনন্তর পরদিনে স্নানানস্তর কার্য্যসাধনে প্রবৃত্ত হইবে। শরীর উদ্বর্তিত করিয়া নদ্যাদিতে স্নান করিবে। নিয়মানুষ্ঠানপূর্বক স্বাগকরণে নিযুক্ত হইয়া অন্ত বস্তুর দর্শন ও অশ্লীল বাক্য প্রয়োগ এবং বৃথা আলাপ করিবে না। বৃথা সময় অতিবাহিত করিবে না । কেবল ধ্যানপরায়ণ হইয়া একমাত্র শ্ৰীপদচিস্তায় চিত্ত নিবিষ্ট করিবে। নিত্য ও নৈমিত্তিক কাৰ্য্যে প্রবৃত্ত হইয়া কোনরূপ বৈগুণ্য উপস্থিত হইলে মূলমন্ত্র সহস্র বা অযুত জপ করিবে ॥ ৮৫-৯১ ॥ -