পাতা:গ্রহবিপ্র ইতিহাস.djvu/১১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S8 গ্রহবিপ্র ইতিহাস

  • ్న

‘মুহুরাশি কুলোদ্ভব মগগণের গুণগ্রাম, সকল লোকেরই হৃদয় অধিকার করিয়াছিল। নৃপতিবর্গ দ্বীয় সভায় ইহাদের ষথেষ্ট সমাদর করিতেন । এই উন্নতবংশে ৰৈত নামে এক মহাপুরুষ জন্মগ্রহণ করেন । ইনি ইন্দ্রিয় গ্রাম জয় করিয়া অতি কঠোর তপস্যা করিয়াছিলেন । শৈশবে বিদ্যা উপার্জিত হইলে, ইনি যৌবনে তীর্থপর্য্যটন করিয়া হৃদয়ে শান্তিলাভ করিয়াছিলেন। সেই সময়ে সন্ন্যাস ধৰ্ম্ম গ্রহণ করিয়া তিনি ৰোগিগণের মধ্যে থ্যাতি লাভ করেন ও যথাসময়ে এই ষোগিবর জলে জলের ন্যায় পরব্রহ্মে বিলীন হইলে শিবদপুরে ইহার সমাধি হইয়াছিল। যে বিস্তাবিনম্নাকরাঃ ক্ষিতিস্বরা: সন্তুষ্ট বু র্যান গুণৈ: কীৰ্ত্তি র্যৈ বিতত কত নৃপতয়ে যেভাঃ প্রণেমুঃ শ্ৰিয়ৈ: । সভ্য যেভা উপাদদু নয়চয়ং ৰেবাং স্থিতি মে হুসে যেষু জ্ঞানমতীন্দ্ৰিয়ং মগবর স্তে দেবড়ীহোঙ্গভবt: ॥ ১২। দেবউীহ বংশোদ্ভূত মগৰাহ্মণগণ বিদ্বান, সদগুণান্বিত, নীতিজ্ঞ ও তত্ত্বজ্ঞানী ছিলেন । ইহাদের অতীক্রিয় বিষয়েও অভিজ্ঞতা ছিল । রাজবৃন্দ শ্ৰীলাভের জন্য র্তাঙ্গদের চরণে প্রণত হইতেন । জ্যোতিঃশাস্ত্র-মুদীপ-দীপিতধিয়া সৰ্ব্বজ্ঞভাবং গভ1 বেদান্তোস্তব-বোধচন্দ্ৰ-মহসী বিধ্বস্ত-তাপত্ৰয়া: | আয়ুৰ্ব্বেদ-মহাস্ত্র-ভগ্ন-নিখিল-ক্লেশোচ্চয়াঃ *স্ততং রেজু স্তে ডুমরেীর-বংশজমগা যেষাং যশোহধীন ৰবোঁ ॥ ১৩ । ডুমরৌরবংশজ মগগণ জ্যোতিঃশাস্ত্রে নিপুণ ও ত্রিকালদশী ছিলেন। ইহার বেদান্তদর্শনে বিলক্ষণ ব্যুৎপন্ন এবং আয়ুৰ্ব্বেদ ও অস্ত্রবিষ্ঠায় দক্ষতানিবন্ধন সকলের দুঃখবিমোচনে সমর্থ ছিলেন। বালেহন্ত: কলিক ইব প্রকটিত৷ বিদ্যা ধিয়া ধারিতা: কৈশোরে মুকুলাপিত বিকসিভা: সৰ্ব্বার্থদ ৰৌবনে ।