পাতা:গ্রহবিপ্র ইতিহাস.djvu/১২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গ্রহৰিপ্র ইতিহাস Y ~ & গ্রন্থ জার্মান দেশে মাসিক পত্রিকায় ছাপা হয়। তাহ হইতে ভ্ৰযুক্ত নগেন্দ্রনাথ বস্ব প্রাচ্যবিদ্যামহার্ণব মহাশয় জাতীয় ইতিহাস ব্রাহ্মণকাণ্ডে মুদ্রিত করেন, তাহ হইতে আমি উদ্ধৃত করিলাম। শাকদ্বীপি ব্রাহ্মণগণের পূৰ্ব্বোক্ত বাসস্থানগুলির বর্তমান নাম ত্রযুক্ত নগেন্দ্রনাথ বস্থ প্রাচ্যবিদ্যামহার্ণব প্রভৃতি প্রত্নতত্ত্ববিৎ পণ্ডিতগণ যাহা নির্দেশ করিয়াছেন, তাহ নিম্নে লিখিত হইল । ১ । উরু, বর্তমান নাম উরুলি, পুণা জেলায়, পুণাসঙ্কর হইতে ২• মাইল পূৰ্ব্বে অক্ষাংশ ১৮৩০ উজ্জয়িনী গত মধ্য রেখা হইতে দেশান্তর দং ৩।২৩ পশ্চিম । ২। খনেট বর্তমান খনেট্‌ বা কনেটু, চিমালযস্থ চম্বা রাজ্যের মধ্যে । ৩ । চেরি বর্তমান নাম চেরি বা চারি, পঞ্চাবের কাঙ্গড়া জেলায় । ৪ । মথপ বৰ্ত্তমান মখী, অযোধ্য প্রদেশে । ৫ । কুরায়ি বর্তমান কুরাই, যোধপুর রাজ্যে, বালোত্র হইতে যোধপুর যাইবার পথে । ৬ । দেবকুলী বর্তমান দেওকল্লি, মজফরপুর জেলায় । ৭ । ভলুনি বৰ্ত্তমান ভেলুনি, বোম্বাই প্রদেশে । ৮ । ডুমরী বৰ্ত্তমান ডুমরাওন। ৯ । পডরী বর্তমান পড় রাওন, অযোধ্য প্রদেশে । : ০ । অদয়ী বর্তমান অদই, কচ্ছ রাজ্যে । অক্ষাংশ ২৩।২৩ দেশান্তর দং ০1২০ পশ্চিম । ১১। ওগুরী বৰ্ত্তমান ওমনি, অযোধ্য প্রদেশে । পিলিভিৎ হইতে ৬• মাইল পূর্বে, অক্ষাংশ ২৮৪০ দেশান্তর দং ০৫৬ পূৰ্ব্ব । ১২ । সরাই বৰ্ত্তমান সরাই, অক্ষাংশ ১৪১০ দেশান্তরদং •৩৯ পূৰ্ব্ব । ১৩ । ছত্রবার বর্তমান ছৎপুর, মধ্যপ্রদেশে ।