পাতা:গ্রহবিপ্র ইতিহাস.djvu/১৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গ্রহবিপ্র ইতিহাস SY & তিনি শিবমন্ত্রে দীক্ষিত হইয়া ভগবান চন্দ্রণোলির আরাধনা এবং নিত্য ঙ্গেমাহুষ্ঠান দ্বারা নিষ্পাপ হইয়া ছিলেন। তাহার অমিতশফ ও অতুল ঐশ্বধা ছল ৷ লক্ষ্মীদেবী সৰ্ব্বদ। তাহাকে আলিঙ্গন করিলেন । লোকপ্রসিদ্ধ ধৰ্ম্মকীৰ্ত্তি ও নীতিপ্রয়োগে তাঙ্গার অনন্যসাধারণ অভিজ্ঞতা জানিয়া মগধেশ্বব ক্ট ঠাকে দ্বিতীয় ব্যাস বলিয়া মনে করিতেন, এবং মীয় সভায় শ্রেষ্ঠ আসন দান করিয়াছিলেন । ইনি রাজস্থান রূপ সরোবণ্ডের "স্বরূপ ছিলেন। ইঙ্গর অলৌকিক কবিত্ব বিকাশে বৈ গলিক ৭ er:7 নুতন কালিদাস নামে অভিহিত কবিতেন । অনন্য সাধারণার বধ পদ গুণে ইনি সকলের নিকট বিশেষ সম্মানিত ছিলেন । গৌড়রা, মগুলি প্রধান মন্ত্রি শ্রীদেবশ fব কন্য। এই মনোরথের পত্নী ছিলেন। গুণি গুণে BBB SBBB BBBB BBBB BBBB BBB BCDD gDD BBB পৰ্য্যস্ত ৪৮ার গর্ভে সস্তান না হওয়ায় অতুল ঐশ্বৰ্য্য থাকিলে ইং: " পতিপত্নী অতিশয় দুঃখিত থাকিতেন। পরিশেষে ভগবান গিরিশ, স্বপ্নযোগে পুত্র লাভ গুগু) নিঞ্জের আরাধনায় মনোযোগী হুইবার উপদেশ দিলে, ইহার পাতপত্নী শিবারাধনে নিধিষ্ট হইয়া প্রথমে গঙ্গাধর নামে এক পুত্ৰ ও কিছুকাল পরে মহীধর নামে অপর এক পুত্র প্রাপ্ত হন । বঙ্গাধর, শৈশব হইতেই পরোপ কারা, পরলোকভীরু, আধ্যাত্মিক উন্নতি সাধনে যত্নবান ও নীতিপথাবলম্বী ছিলেন । মনোরথের কনিষ্ট দশবথের ও আশীৰ্ব্বৰ, অভিনন্দন, হবিহর, এবং পুরুষোত্তম নামে চারটি পুত্র জন্মে । এষ্ট ছয় ভ্রাত শিক্ষা, কল্প, ব্যাকরণাদি বেদের ছয় অঙ্গে পারদর্শী এবং বেদের ছয়টি অঙ্গস্বরূপ ছিলেন । অনন্তর মানরাজ বংশের চন্দ্রস্বরূপ রুদ্রমাণ নামক নরপতি জন্ম গ্রহণ করেন। বরাহ যেরূপ প্রলয় পয়োধ জলে নিমগ্ন বস্কন্ধরাকে উদ্ধৃত করেন, তিনিও সেইরূপ ভুজবলে শত্রুরূপ জলনিধি হইতে মেদিনীমণ্ডলের