পাতা:গ্রহবিপ্র ইতিহাস.djvu/১৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> 。や গ্রহবিপ্র ইতিহাস ه উদ্ধার সাধন করিয়াছিলেন । র্তাঙ্গার দানশীলতা, গাম্ভীৰ্য্য ও প্রতাপাদি রাজ গুণ জনিত যশোপ্রভায় দিঙ মণ্ডল সমুদ্ভষিত হইয়াছিল। মনোৰথ ময় গঙ্গাধর, এই নরপতির অভিন্ন হৃদয় বন্ধু ছিলেন । গঙ্গাধর, রাজসলর শ্রেষ্ঠ, জগতের বিশ্বাসভাজন আচারনি, মিষ্টভাষী, নীতিমান জিতেন্দ্রিয়, শান্তচিত্ত, দয়াবান, সৌজন্তনিধি, অনন্ত সাধারণ বুদ্ধি সম্পন্ন ও ধীর প্রকৃতি ছিলেন । ইনি গৌডধিপতির প্রিয় পাত্র ও র্তাহার অধিকারি পদে নিযুক্ত জয়পাণির কন্যা পাসল দেবীৰ পাণিগ্রহণ করেন । শি "পঁ:র হ্যায় ইহাদের দাম্পত্যপ্রয় জগতে প্রশংসনীয় ছিল । সন্তোষ, সবলতা, ধৈর্য্য, সংযম, দম, অক্রোধ, শাস্তি, ক্ষম, মির ", সত্য, ও সমাধিতে আসক্ত থাকিসু! এই গঙ্গাপুর ভগবান নাপায়ণে মনপ্রাণ সমর্পণ কবিয়ু ছিলেন । ইহার দত্ত, দ্রোহ, বিমূঢ়ত), লোভ, মযত, ম’,"র্য্য, .ায়, মদ, দ্বেষ, ঈৰ্ষাদি দূরীভূত হইয়াছিল । তাঙ্গার এইরূপ নিৰ্ম্মল চরিত্র পিসয়ে তাৎকালীন মন্তষ গণই সাক্ষী প্রতিভাশ্বত গঙ্গাধর, আপন প্রভুক উন্নতির জন্য অ নু সাপ্য সহস্ৰ সহস্ৰ সংস্কার্য্যের অনুষ্ঠান করিয়াছিলেন তিনিই পিতা মাতার পুণ্যাংপত্তি কামনায়ু *কাসার” নামক সরোবর নিৰ্ম্মাণ করেন । সুনিৰ্ম্মল এই কাসার সৰোবরের উৰ্ম্মিমালা অমল, মূৰ্ত্তিমদ যশের গায় নৃত্য করিতেছে। ঘতকাল আকাশ, বায়ু অগ্নি, জল, ও পৃথিবী বিরাজমান থাকবে তত কাল এই কীৰ্ত্তি প্রশস্তি সাধুক্ষনের আনন্দ দান করুক । এই নিজ নিৰ্ম্মিত পুৰ্ত্তে কীৰ্ত্তি প্রশস্ততে) স্বজনগণের অনুগ্রহগুণই গঙ্গাধর বাক্যের প্রাশস্ত্য বিধান কৱিবে । উদ্ধরণের নাতি, রুদ্রের পুত্র, শূলপাণি ১০৫৯ শকাব্দে এই প্রশস্তি উৎকীর্ণ করিয়াচে । শাহাবাদ জেলার দেও বরুণার্ক গ্রাম হইতে আবিষ্কৃত মগধাধিপতি দ্বিতীয় জীবিত গুপের শিলালিপি হইতে জানা যায় যে, দেও বরুণার্ক