পাতা:গ্রহবিপ্র ইতিহাস.djvu/১৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৩৬ গ্রহবিপ্র ইতিহাস সপ্তশতীব্রাহ্মণ । পূর্বে বলা হইয়াছে, দশদিকে দশশত করধারী ভগবান স্বণ্যের সপ্তদিকের সপ্তশত কিরণবিশিষ্ট সাতটা রশ্মিই সাতটী গ্রহ নামে আখ্যাত । স্বতরাং গ্রহবিপ্র ও সপ্তশতী ব্রাহ্মণ বিভিন্ন নহে। বিশেষতঃ পূৰ্ব্বোক্ত শাকদ্বীপিব্রাহ্মণগণের ও সপ্তশতী ব্ৰাহ্মণগণের গাঞি প্রায় অভিন্ন । নিম্নে কতকগুলি প্রদত্ত হইল শাকদ্বীপির গাঞি বা পুর সপ্তশতীর গাঞি বা পুর উল্লার্ক खेल्लक কুরৈঅরি কেঁচোরি পিতিআরক পিতারি বাড় আরি বেড়. ডিহিক ডহাড় সরৈ আর স্বরাষ্ট ইত্যাদি । পুরাণে বহু নদী, কোন প্রসিদ্ধ রাজার পত্নী, কন্যা বা মাতৃরূপে ৰর্ণিত হইয়াছে। যেমন যমুনা নদী সুৰ্য্যের কন্য, গঙ্গানদী শান্ততু বাজার স্ত্রী ও ভীষ্মের মাতা, সেইরূপ সরস্বতী নদী ও মতুর স্ত্রীরূপে বর্ণিত । মেরুর পশ্চিমে মন্থর রাজত্ব ছিল স্বতরাং সরস্বতী নদীও মেরুর পশ্চিমে । ঋগ বেদ পুরাণাদি হইতে জানা যায়, মেরুর চারিদিকে চারিটি প্রধান নদী ছিল। দক্ষিণে গঙ্গা ( অলকনন্দ ), পশ্চিমে চক্ষু, পূৰ্ব্বে সীতা, উত্তরে ভঙ্গা নদী প্রবাহিত । বিষ্ণুপাদ-বিনিষ্ক্রান্ত প্লাবয়িত্বেন্দুমণ্ডলম্। সমস্তাদ ব্রহ্মণ: পূর্ধ্যাং গঙ্গা পততি ৰৈ দিবঃ ॥