পাতা:গ্রহবিপ্র ইতিহাস.djvu/১৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গ্রেহবিপ্র ইতিহাস ১৩৭ সা তত্র পতিত দিক্ষু চতুৰ্দ্ধ প্রতিপছতে। সীতা চালকনন্দ চ চক্ষুর্ভদ্র। চ বৈ ক্ৰমাৎ ॥ চক্ষুশ্চ পশ্চিমগিরীনতীর্য সকলাং স্ততঃ। পশ্চিমং কেতুমালীখ্যং বৰ্ষং গত্বৈতি সাগরম্ ॥ ( বিষ্ণু পুরাণ ২ অংশ ২ অধ্যায় ) এই চক্ষু নদীই সরস্বর্তী নামে কীৰ্ত্তিত হইত। এই সরস্বতী নদী তীরেই দৈবজ্ঞ, গগ নামক ঋষি বাস করিতেন । cą, f5, att fraitfire (J. G. Bartholomew ) 2:#ff*NS সিটিসেন এ্যাটলাস্ Citizens Atlas. ৮৫ পৃষ্ঠার মানচিত্র হইতে জানা ষায়, চক্ষু (Oxus) নদী বহু শাখায় বিভক্ত হইয়া কাতাপ হ্রদ (কম্পিয়ান সাগর )• আরহদ (আরলহদ ) প্রভৃতিতে মিশিয়াছে । ইহার কোন শাখা অক্সাস ( ওল্ডনেম সরযুদরিয়া ) নামে কোন কোন শাখা অক্সাস ( সীর দরিয়া ) প্রভৃতি নামে অঙ্কিত হইয়াছে। ঋগ বেদ ৪৷৫৭৷৬ মঙ্গে ও ৪৫৭৷৭ মস্ত্রে সীতা নদীর ও ৪:৫৭৫ মস্ত্রে সীরা নদীর বর্ণনা আছে। পৌণ্ড দেশে আগত শাকদ্বীপিত্ত্বাঙ্গণগণের কুলপঞ্জিকা হইতে জান ষায়, ইহার। সরস্বতী নদীর তীর হইতে সমাগত । এজন্য এই ব্রাহ্মণগণ সারস্বত ব্রাহ্মণ নামেও পরিচিত ছিলেন । ইহারাই সারস্বত শব্দের অপভ্রংশে সাতশতী ব্রাহ্মণ নামেও পরিচিত হইয়াছিলেন । vবংশীবদন বিদ্যারত্ব ঘটকের কারিকায় লিখিত আছে “সারস্বত্তদেশীয় বিপ্রাঃ সপ্তশতীতি ভাষায়াং কথ্যতে নতু সপ্তশতাঃ” কুলপঞ্জিকা হইতে অবগত হওয়া যায়, ব্রাহ্মণগণ আদিশূরকে অযাজ্য মনে করিতেন এজন্স আদিশর স্বদুরবর্তী কান্যকুব্জ হইতে পাঁচজন

  • মহাত্বদং সমাসাদা কাশ্যপ স্তপসি স্থিত: ( মহাভারত বনপৰ্ব্ব । ) এই মহtহুদই কাম্পিয়ান সাগর ।