পাতা:গ্রহবিপ্র ইতিহাস.djvu/১৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Yste গ্রহবিপ্র ইতিহাস জামদগ্নি শ্চাঙ্গিরসে মোঁদগল্যশ্চ সনাতন । ༠་་་་་་་་་་ কৌশিকশ দাশরথি বরাহশচ পরাশরঃ । জগন্নাথে গৌতমশ্চ পৌলস্তশ্চ মহেশ্বরঃ । তেযামস্বয়সংজাত নানাশাস্ত্রবিশারদাঃ । গ্রহযজ্ঞাদি-কুশল গ্রহবিপ্ৰ উদাহৃভাঃ ॥ বাগ হাচর বাঘ-পুর ফৈল জামিৰ্ত্তিক স্তথা । শিবনিবাস কাম সিন্দুর রাম রাম তাহের পুরঃ ॥ ইত্যষ্টস্থচ গ্রামেষু সেনরাজেন দত্তিকাঃ । ভূমীঃ প্রাপ্যাধিবসতিং চকু স্তে গ্রহভূস্বরা: | আচার্গ্যঃ পাঠকশ্চৈবোপাধ্যায়ো ঘটক স্তথা । জোষা মিশ্রে। দীক্ষিতশ্চ তেষা মুপাধয়ঃ স্ব হাঃ । পূৰ্ব্বকালে পবিত্র ও মনোন্তব সরস্বতী নদীর তীরে বেদ বেদাঙ্গ কুশল, জ্যোতিষশাস্ত্রপরায়ণ স্বৰ্য্যোপাসক ব্রাহ্মণগণ বাস করিতেন। পৌণ্ড দেশের রাজকর্তৃক প্রার্থত হইয়। তাঙ্গদের মধ্য হইতে কাশ্যপ গোত্রীয় লোকনাথ, শাণ্ডিল্য গোত্রীয় ভগীরথ, বাংস্ত্য গোরীয় বশিষ্ট, ভরদ্বাজ গোত্রীয় ভৃগু, গর্গ গোত্রীয় প্রভাকর, সাবর্ণগোত্রীয় পুবন্দর, আজিবস গোত্রীয় জামদগ্নি, পরাশর গোত্রায় বরাত, গৌতম গোত্রীয় জগন্নাথ, পৌলস্ত গোত্রীয় মহেশ্বর, মৌদগল্য গোত্রীয় সনাতন, কৌশিক গোত্রীয় দাশরথি, এই দ্বাদশজন বিপ্রশ্ৰেষ্ঠ পৌণ্ড দেশে সমাগত হন। ইহাদের বংশধরগণ নানা শাস্ত্রে বিশারদ ও গ্রহযজ্ঞাদি কুশল জন্য গ্রহবিপ্রনামে খ্যাত। বাগ্‌হাচর, বাঘল পুর, ফৈল, জামিৰ্ত্ত, শিবনিবাস, কামসিন্দুর, রাম রাম, ( কোন কোন মতে মিহির পুর ) তাহেরপুর এই অষ্ট গ্রামে সেনরাজগণের প্রদত্ত ভূমিতে ইহার বাস করিতেন । আচাৰ্য, পাঠক, উপাধ্যায় ঘটক, জোষী, মিশ্র, দীক্ষিত ইহাদের