পাতা:গ্রহবিপ্র ইতিহাস.djvu/১৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গ্রহবিপ্র ইতিহাস 8 6 כי জমদগ্নি রালম্যানো দশ খ্যাতা: প্রকীৰ্ত্তিতাঃ । বুহজোৰী কাশুপগোত্র: কাশ্যপট স্বভকৌশিকঃ ॥ ওঝা গৌতম অাখ্যাতে আচার্য মধুকুল্যয়োঃ । ঘটকশ্চ ভরদ্বাজঃ পাঠকে বাৎস্তোপাধিকঃ ॥ মিশ্রঃ শাগুিল্য গোত্র: স্তাদুপাধ্যায়ঃ পরাশরঃ । জমদগ্নি রালম্যানে দশ গো হা: প্রকীর্কিতা: ॥ ( কুলানন্দ কারিক । ) এই সম্প্রদায়ের শাকদ্বীপি ব্রাহ্মণগণ বালী ময়ূরেশ্বৰ সমাজের অন্তভূক্ত। কলিকাত মহানগরীর পাশ্চমস্থ গঙ্গানদীর পশ্চিম তীরে বালী নামক প্রসিদ্ধ গ্রাম অবস্থিত । এই গ্রাম হইতে বীরভূম জেলার কোটময়ূরেশ্বর গ্রাম পৰ্য্যন্ত সকল গ্রহবিপ্রগণ এই সমাজের অন্তর্গত । তাহানের কুলপাঞ্চক হইতে জানা যায়-পূথু, নৃসিংহ, বিষ্ণু, লোকনাৰ, জনাদন, কেশব, ক্লভিবাস, না বাৰুণ, দণ্ডপাণি, মহানন্দ এই দশটি বাহ্মণ মধ্যদেশ পরিত্যাগ করিখ গোড় দশে সমাগত হন । বৃহজ্জেযা, কাশ পটা, ওঝা, আচাৰ্য্য, ঘটক, পাঠক, মিশ্র, উপাধ্যায়, এই আটটি তাহাদের বংশোপাধি । তাহীদের গোত্র --কাশ্যপ, শাগুিলা, গেীতম, মেীদৃগল্য মৃতকৌশিক, পরাশর, আলম্যান, জমদগ্নি, বাৎস্য, ভরদ্বাজ । মেদগল্য গোত্রজাত কুলানন্দ পদবী প্রাপ নুসিংহ নামক কোনও গ্রহবিপ্র, রাঢ়ীয় গ্রহবিপ্ৰগণের এক কুলপঞ্জিকা প্রণয়ণ করেন। তাহার পরিচয় এই জানা যায় – মেীদগল্য গোত্রে গ্রহভূমুরাণাং কুলেই ভবদবেদবিধান-দক্ষ । নৃসিংহ নামা প্রথিত: পৃথিব্যাং ধনী সুখী সৰ্ব্বগুণৈরুপেতঃ ॥ দৃষ্ট জনাঃ শক্তিভি রশ্বিতং তমমহিষীভিমিলিত স্তদগ্রে। সমাজবদ্ধং প্রতি যত্নবস্ত: সমাজশৈথিল্য মমুং প্রচক্ষুঃ ।