পাতা:গ্রহবিপ্র ইতিহাস.djvu/১৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গ্রহবিপ্র ইতিহাস YWo) ইতিহাসে এই দৈবজ্ঞ ব্রাহ্মণ গণের পাণ্ডিত্য, বীরত্ব ও রণনৈপুণ্যের বহু সাক্ষ্য পাওয়া যায়। প্রত্যেক যুদ্ধেই সেনাপতিদের সঙ্কিত বরদলই ( বৃহজ্জোৰী ) দিগকে থাকিতে হইত । শুভক্ষণ দেখিয়া ইহার সেনাপতিদিগকে যুদ্ধ আরম্ভ করিবার আদেশ করিতেন । প্রবলপরাক্রাস্ত সেনাপতিগণও ইহাদের আদেশ না লইয়া যুদ্ধে প্রবৃত্ত হইতেন না । র্তাহারা যে কোন সময়ে আদেশ দিয়া যুদ্ধ স্থগিত রাখিতে পারিতেন । ১৫৯২ শকের বিখ্যাত সরাইঘাটের যুদ্ধ হইতে জানা যায়, আসাম রাজের বিখ্যাত সেনাপতি ( বর ফুকন ) লচিৎ বহুসংখ্যকসৈন্য সামন্ত লইয়। অগ্রসর হইলেন। মুসলমানের ব্রহ্মপুত্রনদের ভিতর দিয়া নৌবাহিনী বাহাকারে চালনা করিতেছিলেন । আহমসৈঙ্গের ক্রমাগত ছত্রভঙ্গ হইতেছে। বীরবর লচিৎ মুসলমানদিগকে আক্রমণ করিবার জন্য র্তাহার সহগামী জ্যোতিৰ্ব্বিদ অচ্যুতানন্দ বরদলইয়ের নিকট যুদ্ধের অনুমতি চাছিলেন কিন্তু আচুতানন্দ অশুভক্ষণ জানিয়া আক্রমণ করিতে নিষেধ করিলেন। লচিৎ বহুরূপে ভয় দেখাইয়া বলিলেন ষে, অনুমতি না দিলে তিনি তাহাকে হত্যা করিবেন কিন্তু অচ্যুতানন্দ কিছুতেই সন্মত হইলেন না। অশুভসময় অতীত হইয় গেলে যখন অচ্যুতানন্দ আক্রমণ করিতে আদেশ করিলেন, তখন লচিৎ একাকী সাত খানি নৌকা লইয়া সমস্ত মুসলমান বাহিনীকে আক্রমণ করিলেন । তাছাকে একাকী অগ্রসর হইতে দেখিয়া আসামসৈন্য দলৰদ্ধ হইয়া মোগলের বিরুদ্ধে ঘোরতর যুদ্ধ আরম্ভ করিল। সেই যুদ্ধেই মোগল সেনাপতি রাম সিংহ পরাজিত হইয়া সসৈন্তে পলায়ন করিল। আসাম সৈন্যগণ ও তাহাদেৱ পশ্চাদ্ধাবিত হইল। এই ঘোরতর যুদ্ধে রণ ক্ষেত্রে অচ্যুতানন্দ বরদলইয়ের সহিত আরও এগার জন জ্যোতিৰ্ব্বিদ বরদলই ছিলেন । সকলে অগ্রসর হইয়া আহম সেনাপতিকে নিরস্ত হইতে উপদেশ দিলেন । আহম সেনাপতি অবনত মস্তকে তাছা SS