পাতা:গ্রহবিপ্র ইতিহাস.djvu/১৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৬২ গ্রহবিপ্র ইতিহাস দের আদেশ পালন করিলেন । রাত্রিতে দেখা গেল মোগলশিবির ইইতে ধূম উঠিতেছে। গুপ্তচরের বরফুকন লচিংকে প্রকৃতসংবাদ জানাইল । তখন লচিৎ, সৈন্যসামন্তকে দলবদ্ধ করিয়া মুসলমান দিগকে অতর্কিত ভাবে আক্রমণ করিবার ইচ্ছা করিলেন । তিনি অচ্যুতানদের অনুমতি প্রার্থনা করিলে বরদলই উত্তর করিলেন, এখন আর যুদ্ধ করিবার প্রয়োজন নাই। এখন মজা দেখিবার সময় আসিয়াছে । শত্রুসৈন্তের। শীঘ্রই পলাষ্টয়া যাইবে । তাহাই হইল । প্রভাতে মোগলসৈন্য শিবির উঠাইয়া আসাম হইতে পলায়ন করিয়াগেল। আসাম শিবিরে আনন্দের রোল উঠিল। আসামের রাজা অচ্যুতানন্দকে “সমুদ্রাক সেয়ারী” নামক বহু সম্মান কর উপাধি, বহুসংখ্যক ভূমি, ক্রীতদাস উপহার প্রদান ও কামরূপ দৈবজ্ঞ বংশোদ্ভব এক পরম স্বন্দরী কন্যার সহিত র্তাহার বিবাহ দিলেন । আসাম বুরাঞ্জীতে এই ঘটনা বিশদ ভাবে বর্ণিত আছে । কোন সময়ে গঙ্গাধর সিংহ তাহার শক্র কর্তৃক অনুস্থত হইয়া ছদ্ম বেশে বেড়াইবার সময় একদিন দৈবজ্ঞব্রাহ্মণ টোঙ্গীর সহিত র্তাহার সাক্ষাৎ হয় । টোঙ্গ তাহাকে বলেন যে আপনি ভবিষ্যতে রাজা হইবেন । সত্য সত্যই যখন গঙ্গাধর সিংহাসনে আরোহণ করিলেন, তখন তিনি সেই দৈবজ্ঞ ব্রাহ্মণকে স্মরণ করিয়া তাহাকে বহুভূমি, ক্রীতদাস, এবং একগাছি স্বর্ণ নিৰ্ম্মিত যজ্ঞোপবীত উপহার দিলেন। রাজার নিকট হইতে স্বর্ণোপবীত উপহার প্রাপ্তি তৎকালে ব্ৰাহ্মণের পক্ষে সৰ্ব্বাপেক্ষা সম্মান স্থচক বলিয়া বিবেচিত হইত। বিভিন্ন জাসামরাজের সময় সোনামুৱা, টোঙ্গা, ফোলিয়া দলই, স্বৰমল বরদলষ্ট, নাহার বরদলইয়ের বংশে আরও কেহ কেহ রাজপ্রদত্ত স্বর্ণযজ্ঞোপৰীত উপহার পাইয়া ছিলেন । ইতিহাসে এই দৈবজ্ঞ ব্ৰাহ্মণগণের উচ্চ সন্মানের ৰন্থ প্রমাণ আছে ।