পাতা:গ্রহবিপ্র ইতিহাস.djvu/১৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গ্রহবিপ্র ইতিহাস ^ ఆరి আসামে বর্তমানে ৩৬টি বরদলৈ বংশ আছে। তন্মধ্যে দ্বাদশটি ইতিহাস প্রসিদ্ধ । ১ । নাহার বরদলই । ২ । ফোলিয়। বরদলই । ৩। বিরাট বৱদলই । ৪ । ভরুয়াল বরদলই। ৫ । টোঙ্গ বরদলই । ৬। সমুদ্রক সেয়ারী জ্যোতিভূষণ । ৭। রামহরি বরদলষ্ট । ৮। নিতাই বরদলই । ৯। বিজয় ঘারি বরদলই। ১০ । অৰ্জুন বরদলই। ১১। কালু বরদলই । রুদ্রকৃ সেয়ারী বরদলই । একদ্ব্যতীন আরও ২৪টি অন্ত বরদলই বংশ আছে। পূৰ্ব্বোক্ত সোনামুবা, নিতাই, জুরাষ্ট ও ধৰ্ম্মশালীর বংশীয়গণের উপাধি বরুঘ্ন। অপর একটি বরুয়া দৈবজ্ঞ ব্রাহ্মণ বংশও বিশেষ সঙ্গতিসম্পন্ন ও প্রতিষ্ঠিত। বছ চাবাগানেব সত্ত্বাধিকারী, শ্ৰীযুক্ত প্রসন্নকুমার বরুদ্ধ৷ ইহাদের অন্যতম। তনি বিখ্যাত স্বদেশে বৎসল । আসাম প্রদেশ হইতে স্বায়ত্ব শাসনের উপযুক্ততা সম্বন্ধে সাক্ষা প্রদান করিবার জন্য ইনিও পূৰ্ব্বোক্ত শ্ৰীযুক্ত নবীনচন্দ্র বরদল্পষ্ট মহাশয় এক যোগেই বিলাত গমন করিয়া ছিলেন । গন্ধি . গ্রামের হলদী বাড়ী গোস্বামিগণ সকলেই দৈবজ্ঞ ব্রাহ্মণংশসস্তু ত। নানা উচ্চজাতীয় বহু লোক ইহাদের শিষ্য আছে। মঙ্গল দইমের বিখ্যাত বড় গোস্বামীও দৈবজ্ঞ ব্ৰাহ্মণ বংশের ভূষণস্বরূপ। ইনি সৰ্ব্বত্র বিশেষ সন্মানিত। ইহারও নানা উচ্চজাতীয় ৰন্থ শিষ্য আছে । আসামে পুরোহিতগণ শ্রাদ্ধে যজমানের বাড়ীর প্রেতভাগ গ্রহণ করেন। দেব ভাগ দৈবজ্ঞ ব্রাহ্মণগণ পাইয়া থাকেন। গ্রহযজ্ঞ, জৈবজ্ঞ ব্রাহ্মণগণই স্বয়ং করিয়া থাকেন। ব্রাহ্মণদের বাড়ীতে শ্রাদ্ধ হইলেও দৈবজ্ঞ ব্রাহ্মণগণ যথাবিহিত র্তাহাঁদের প্রাপ্য দক্ষিণাদি পাইয়া থাকেন।