পাতা:গ্রহবিপ্র ইতিহাস.djvu/১৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গ্রহবিপ্র ইতিহাস 8ט\x দৈবজ্ঞ ব্রাহ্মণগণ নিজেদের পৌরহিত্যে নিজ শ্রেণীর ব্রাহ্মণ দিগকেই নিযুক্ত করেন, কখনও আবশ্ব ক হইলে অন্য শ্রেণীর স্বপণ্ডিত ব্রাহ্মণও নিযুক্ত করেন। আসামের দৈবজ্ঞ ব্রাহ্মণগণের অধিকাংশ ব্যক্তি জ্যোতিষ শাস্ত্রের আলোচনায় জীবিকা নিৰ্ব্বাহ করেন। অধুনা ইহাদের মধ্যেও পাশ্চাত্য শিক্ষায় উন্নত লোকের সংখ্যা অন্য শ্রেণীর ব্রাহ্মণ দিগের তুলনায় অল্প নহে। ইহাদের মধ্যে আয়ুৰ্ব্বেদ ব্যবসায়ীও সম্প্রতি অনেক হইয়াছে। উপসংহার। যখন পঞ্জিকা মুদ্রিত হইত না, তখন গ্রহবিপ্রগণই কোনদিনে কোন তিথি, কোনদিনে কোন ব্ৰত করিতে হইবে, কোন তিথিতে কি খাইলে নাই ইত্যাদি প্রচার করিয়া, এই সংসারসমুদ্রে পার হইবার একমাত্র উপায় ধৰ্ম্মরূপতরণীতে কর্ণধাররূপে বিরাজ করিতেন । ইহার ৰে কেবল ধৰ্ম্মকাৰ্য্যের সময় গণনাই করিয়া দিতেন তাহা নহে, ইহার জলস্বৰ্দ্ধা বালুকাঘড়ী শঙ্কু প্রভৃতি যন্ত্রের সাহাtষ্য এবং রাত্রিতে আকাশ মেঘশূন্য থাকিলে নক্ষত্র দর্শন করিয়া সময়ও নির্ণয় করিতেন। জমিদার বাড়ীতে জ্যোতিৰ্ব্বিদগণ কর্তৃক নির্ণীত সময়ে বন্দুকের শব্দ শুনিয়াই প্রজা সাধারণ সন্ধিপূজা প্রভৃতির সংকীর্ণ সময় জানিতে পারিতেন। ইংরাজি ঘটিকা যন্ত্র থাকিলেও এখনও প্রাচীন জমিদার বংশে জ্যোতিৰ্ব্বিদগণ জলৰড়ী প্রভৃতি দ্বারা সময় ঠিক করিয়া দিয়া রাজকোষ হইতে পুরুষাঙ্কক্রমে প্রদত্ত বৃত্তি ভোগ করিয়া আসিতেছেন।