পাতা:গ্রহবিপ্র ইতিহাস.djvu/১৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

:ఆఆ গ্রহবিপ্র ইতিহাস শ্ৰাদ্ধ, ব্রত, পাৰ্ব্বণাদি সকলই পুরোহিত করিতেন । এইরূপে ধস্থিার ঘেরূপ ভাগ যথাযথ প্রাপ্ত হও যায় সমাজে কি নিৰ্ম্মল আনন্দের স্রোতই প্রবাহিত হইত। সকলেই অল্পলাভে সস্তুষ্ট থাকিয়া সমাজের কল্যাণ সাধন করিতেন। পূৰ্ব্বে দেশে প্রচুর ধনরত্ব ছিল। সমাজের উরু অর্থাৎ স্তম্ভ স্বরূপ বৈহুগণ, কৃষি ও শিল্পজাত নানাবিধ দ্রব্য বিদেশে লষ্টয়া যাইভেন এবং তাণিজ্য দ্বারা বহু ধনরত্ব আহরণ করিয়া দেশকে সমৃদ্ধ করিতেন। এইক্ষণ কৃষি ও বাণিজ্যের অবনতিতে দেশ দরিদ্র জঙ্ক, বার মাসে ভের পাৰ্ব্বণাদি যথাযথ সম্পন্ন না হওয়ায় পুরোহিত ও গ্রহপুরোহিত সকলেরই প্রাপ্তি কমিয়া গিয়াছে। পুরোচিতগণ এইক্ষণ গ্রহচিাৰ্য্যকে প্রতারিত করিম নিজের ভাগ বেশী করিবার জন্য ব্যস্ত । পুরোহিত ব্ৰাহ্মণগণ, গ্রহপুরোহিতগণের নিন্দাকর সংস্কৃত শ্লোকে জাতিমাল নামক পুস্তক বচনা করিয়া যজমানকে শ্রবণ করাষ্টতে থাকেন এবং তদ্বারা যজমানদিগেরও মনে কুসংস্কার বদ্ধমূল হইতে থাকে। শাস্ত্রবিরুদ্ধ এই জ্ঞাতিমালা নামক পুস্তক যে কেবল লোকপ্রতারণার জন্তই প্ৰস্তু ত, ইহা হাতিবাগান টোলের অধ্যাপক yভবশঙ্কর বিস্কারত্ব এবং কলিকাত গবৰ্ণমেণ্ট সংস্কৃত কলেজের স্মৃতিশাস্ত্রের অধ্যাপক ৮মধুসূদন স্থতিরত্ন প্রভৃতি নিরপেক্ষ প্রধান প্রধান পণ্ডিতগণ স্পষ্টভাবে প্রমাণ করিয়াছেন । র্তাহার। বলিয়াছেন—

  • কেবলং লোকান প্রবঞ্চয়িতুং তৎসম্বন্ধে জাতিমালা সংগ্রহোইপি সংগৃহীত এব। সচ যথার্থ শাস্ত্রবিপরীতঃ । নিঃসন্দেহং প্রতারণার্থং প্রচারিতঃ স্বকপোলকল্পিত এব জ্ঞায়তে।”

( সিদ্ধাস্তুসমূদ্র ৯৬ পৃ: ) এইক্ষণ গ্রহবিপ্রদিগকে আত্মরক্ষা করিতে হইলে, বিভিন্ন শ্রেণীর গ্রহবিপ্রদিগকে ৰিবাহাদি সম্বন্ধ দ্বারা এক হইতে হইৰে । তাহার যেহেতু