পাতা:গ্রহবিপ্র ইতিহাস.djvu/২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

दै গ্রহবিপ্র ইতিহাস বঙ্গদেশাগত শাকদ্বীপি ব্রাহ্মণগণ প্রায় সকলেই বেদের প্রধান অঙ্গ জ্যোতিষ শাস্ত্রের আলোচনা, গ্রহ পূজা ও গ্রন্থদান গ্রহণ করিয়া দীবিকা নিৰ্ব্বাহ করেন ; এবং ইহার সাধারণতঃ গ্রহবিপ্র বা আচাৰ্য্য ব্ৰাহ্মণ নামে অভিহিত । গ্রহবিপ্রগণের সংজ্ঞা । গ্রহবিপ্রগণ শাকদ্বীfপত্রাহ্মণ, কলদ্বীপিব্রাহ্মণ, দিবাত্রাহ্মণ, মগব্রাহ্মণ, ভোজব্রাহ্মণ, ভোজকত্রীক্ষণ, আচার্য্যব্রাহ্মণ, দৈবজ্ঞ ব্রাহ্মণ, সৌরব্রাহ্মণ, সাধাত্রাহ্মণ, আদিত্যব্রাহ্মণ ইত্যাদি নামেও পরিচিল । এই শ্রেণীব ব্রাহ্মণগণ, জ্যোতিৰ্ম্ময় ব্রহ্ম ভগবান স্বৰ্য্যদেব হইতে উৎপন্ন, সুর্যোর উপাসক ও দি ব্যদেশে মেরুমগুলে বাস করিতেন । মেরুপ্রদেশই (মধ্য এসিয়াস্থ পামীর ) সকল মানবসমাজের আদি বাসস্থান ছিল । সূর্যাদেব মেরুপ্রদেশের অধীশ্বর ছিলেন । ইনি জ্যোভিৰ্ম্ময় ভগবান স্থষ্যদেবের অবতার। সূৰ্য্য পুহু স্বায়ুতুব মল্পর ৰংশধর, ভবা নামক বাজা যে সময়ে শাকদ্বীপে রাজত্ব করেন, তথন সুৰ্য্যের রাজ্য দিব্যদেশ হইতে স্তধ্যোপসিক ব্রাহ্মণগণ, রাজার পৌরহিত্য করিবার জন্ত শাকদ্বীপে বা শাকলদ্বীপে আগমন করেন । চক্ষু (অক্সাস বা সরবৃদরিয়া ) নদীর তীরবর্তী শাক্য, দিব্যমানুষ, ইক্ষ্মাকুবংশীয় কাকুৎস্থ প্রভূতি রাজগণ, যে সময়ে শাকদ্বীপ হইত্তে অযোধ্যায় আসিয়া রাজধানী স্থাপন করেন, তখন র্তাহীদের কুলপুরোহিত ভোজকত্ৰাহ্মণ বশিষ্ঠের সহিত কতক শাকদ্বীপি ব্রাহ্মণও এ দেশে আগমন করেন। ছাপরে ভগবান কৃষ্ণচন্দ্রের পুত্র শাম্ব, কুণ্ঠরোগাক্রান্ত হইয়। মহর্ষিনারদের পরামর্শে সুৰ্য্যোপাসনায় প্রবৃত্ত হন এবং সূর্য্যের প্রসাদে রোগমুক্ত হইয়া পঞ্চনদের অন্তর্গত চন্দ্রভাগ নদীতীরে মুলস্থান বর্তমান মূলতানে স্থৰ্য্য