পাতা:গ্রহবিপ্র ইতিহাস.djvu/৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨8 গ্রহবিপ্র ইতিহাস এই উভয় পুরাণের উক্তির সামঞ্জস্ত করিয়া প্রত্নতত্ত্ববিদগণ অনুমান করেন, ভীষ্মপুরাণোক্ত সরস্বতী নদীষ্ট চক্ষু নদী নামে এবং জম্ব, নদী লোদিনী নামে ব্ৰহ্মাণ্ডপুরাণে বর্ণিত হইয়াছে। পূৰ্ব্বোক্ত “মেরো: পশ্চাৎ প্রভবতি তত্র জম্ব নদী পুণ্য ইত্যাদি ব্রহ্মাওপুরাণের বাক্য হইতেও জম্ব নদীকে পূৰ্ব্ব দিকে প্রবাহিত বলিয়াই জানা যায় : কৈলাস পৰ্ব্বতের পশ্চিমোত্তরস্থ ককুদ্মান পৰ্ব্বত পার্শ্বস্থ হ্রদ হইতে সরযুনদী বাহির হইরাছে । কৈলাসাং পশ্চিমোদীচ্যাৎ ককুয়ানেীযধিগিার: । তস্ত পাদে মহদ্ধিব্যং মানসং সিদ্ধসেবিতম! তস্মাৎ প্রভবতে পুণ্যা সরয, লোকপাবনী । তস্তাশ্বারে বনং দিব্যং বৈভ্রাজং নাম বিশ্রতম্ ॥ ( মৎস্ত পুরাণ ১২১ অধ্যায় ) কৈলাস পৰ্ব্বত হেমকূট পৰ্ব্বত নামও খ্যাত ছিল । ইহার উত্তরে শীরোদ সমুদ্রের উত্তরস্থ দেশ হরি বর্ষ নামে অভিহিত হইত। ভগবান পাঁর এই স্থানে বাস করিতেন । হেমকুটস্তু স্বমস্থান কৈলাসে নাম পৰ্ব্বত: । যত্র বৈশ্রবণে রাজন গুহকৈ সহ মোদতে । જવું R بیای مدیتر گ o ( ভীষ্ম পৰ্ব্ব ৬ অধ্যার ) ক্ষীরোদস্য সমুদ্রস্ত উথৈবোত্তরত: প্ৰভুঃ। হরি বসতি বৈকুণ্ঠ শকটে কনকাময়ে । নরো নারায়ণ শ্চৈব সৰ্ব্বজ্ঞঃ সৰ্ব্বভূতভৃৎ । দেব বৈকুণ্ঠ মিত্যাহুনরা বিষ্ণু মতিপ্রভূম। ( ভীষ্ম পৰ্ব্ব ৮ অধ্যায় । ) পূর্কে বল। ইয়াচ্ছে মেরুর পশ্চিমস্থ কেতুমাল বর্ষের অধিপতি কেতু নৰক মই ন বরুণ। ইনি মন্ত্রর সন্তান বা আদিত্য গণের নায়ক ছিলেন।