পাতা:গ্রহবিপ্র ইতিহাস.djvu/৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Հե* গ্রহবিপ্র ইতিহাস ༤་ রেবতী নক্ষত্র এখানে বাস করেন। রৈবতের উত্তরে নূতন মেঘের স্থায় হামবর্ণ তাম নামক উজ্জল পৰ্ব্বত আছে। এজন্য এই স্থানের লোক শুাম বর্ণ। স্বয়ং স্বৰ্য্য, গৌর ও কৃষ্ণ বর্ণে মিশ্রিত ( রক্ত শু্যামো ভাস্কর: ) শুাম বর্ণ এজন্য এই পৰ্ব্বত হামবর্ণ। ইহার পশ্চিমে অত্যুচ্চ দুৰ্গ শৈল ওকেসর পৰ্ব্বত । এই শাকদ্বীপে মহা মেরু বা মহাকাশ, জলঙ্গ, কুস্কমোন্তর, জলধার বা প্ৰকুমার, কোমার, মৌদাকী ও মণি কাঞ্চন নামে ৭ট বর্ষ আছে। স্বকুমারী, কুমারী, শীৰ্ত্তাশী, বেণিক, মহানদী, মণিজলা, চক্ষুবদ্ধনিক এই সাতটা নদী আছে । শুাম পৰ্ব্বতকে প্রত্নতত্ত্ববিদগণ উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশস্থ কুষ্ণ পৰ্ব্বত, রৈবত পৰ্ব্বতকে দ্বারকার সমীপবৰ্ত্তি ইদানীং সমুদ্র গর্ভে নীল রৈবত র্বত বলেন । জন্তু দ্বীপ যেরূপ তদশীয় মনুষ্যগণেব বাস হেতু ক্রমশঃ পামীরের দক্ষিণ হইতে কুমারিক পর্য্যন্ত বিস্তুত হইয়াছে। শাকদ্বীপও সেইরূপ পামির হইতে আরম্ভ করিয়া, বালিক, কোশল, মদ্র, গান্ধার সিন্ধু প্রভৃতি দেশ লইয়। বিস্তুত ছিল । পঞ্জাবের কতকাংশ মত্র রাজ্যের অন্তর্গত ছিল । আপগানদীর তীরস্থ শাকল নগর নদু রাজ্যের রাজধানী ছিল । এই জন্যই তক্ষশিলার সমীপবৰ্টি শালাতুর গ্রামবাসী বিখ্যাত বৈয়াকরণ ভগবান পাণিনি শাকদ্বীপকে পূৰ্ব্ব দেশ বলিয়াছেন। এই নগর বর্তমান পঞ্জাব প্রদেশের অন্তর্গত । শাকদ্বীপি ব্রাহ্মণ গণ শাকল দ্বীপি ব্রাহ্মণ নামে ও পরিচিত । শাকদ্বীপের পর্বত সকলের নাম । অত্ৰাপি পৰ্ব্বতা: শুক্লাঃ সপূৈব মণিভূষিতাঃ । দেবর্ষি গন্ধৰ্ব্বযুতঃ প্রথমে মেরু রুচ্যতে । প্রাগায়ত: স সোবর্ণ উদয়ে নাম পৰ্ব্বত: ।