পাতা:গ্রহবিপ্র ইতিহাস.djvu/৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৬ গ্রহবিপ্র ইতিহাস ৰূপমাল্য গন্ধ এবং উপহার দ্বার স্বৰ্য্যৰুে ভোজন করায় এজন্য শাকদ্বীপি ব্রাহ্মণগণ ভোজক নামে অভিহিত । গ্রহাণা মৰ্চনাদ্ধেতোঃ শাকদ্বীপ সমুদ্ভব । ব্ৰহ্মবক্তাদ ভবেজ্জন্ম দৈবজ্ঞে ব্রাহ্মণোত্তমঃ । ( ব্রহ্মযামল । ) গ্ৰহগণের অর্চনার জন্তই শাকদ্বীপে ব্ৰহ্মার মুখ হইতে দৈবজ্ঞ ব্রাহ্মণগৰ জন্সিয়াছেন" ইহার ব্রাহ্মণ দিগের মধ্যে শ্রেষ্ঠ। শাকদ্বীপি ব্রাহ্মণগণ সাধ্য বা সাধ্যক নামেও অভিহিত হইতেন। শরদ্বীপেচ বেদাগ্নিঃ শাকদ্বীপেচ সাধ্যকঃ । ভূমধ্যচ ব্রহ্মচারী দৈবজ্ঞে দ্বারকাপুরে । ( ব্রহ্মযামলে ) গন্ধমাদন পৰ্ব্বত (মলয় পৰ্ব্বত সমীপস্থ শরদ্বীপ বা শরস্তম্ভ বা কুমারবনে বেদাগ্নি (ভিন্ন ভিন্ন পুরাণ মতে জ্যোতিঃ পুরোগম বা জ্যোতিমুখ্য নামে ) শাকদ্বীপে সাধ্যক নামে, মধ্য দেশে ব্রহ্মচারী নামে দ্বারকান্থ দ্বৈৰজ্ঞ নামে খ্যাত । এই সাধ্যগণ বৈদিক যুগের মধ্যদেশে অবস্থিত কুরুপাঞ্চালগণের পৌরহিত্য করতেন । “সাধ্য আপ্ত্যাশ্চ দেবাঃ ষড় ভি শ্চৈব পঞ্চবিংশৈ রহোভি রভিবিঞ্চ স্নেতেন চ ত্রু চেনৈতেন চ যজুষৈতাভিশ্চ ব্যাহতি রাজ্যায়--তন্মাদস্তাং ধ্রুবাম্বাং মধ্যমায়াং প্রতিষ্ঠাং যে কেচ কুরুপাঞ্চালানাং রাজানঃ সবশোশীনরাণাং রাজ্যায়ৈব তেহভিবিঞ্চতে ।” ( ঐতরেয় ব্রাহ্মণ ৮৩৮৩) সাধ্য নামক দেবগণ ছয়দিনে চিরপ্রসিদ্ধ মধ্যদেশে কুরুপাঞ্চাললিঙ্কে ও জাপ্ত্য নামক দেবগণ ২৫ দিনে বশতি এবং উলীনরদিগৰুে