পাতা:গ্রহবিপ্র ইতিহাস.djvu/৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গ্রহবিপ্র ইতিহাস soግ অভিষিক্ত করায় তাহার রাজা নাম অভিহিত হইয়াছিলেন । এই সাধাগণ ছন্দোজ নামেও খ্যাত ছিলেন । সাধ্যা নাম মহাভাগ৷ শৰ্ছন্দোজা যজ্ঞভাগিনঃ ॥ দেবেভ্য স্তান পরান দেবান দেবজ্ঞা: পরিচক্ষিরে । ( বায়ুপুরাণ ৬৬ অধ্যায় ) আদিত্যগণ, পূৰ্ব্বে চাক্ষুষ মন্বন্তরে সাধ্য নামে অভিহিত ছিলেন । ইহ পূৰ্ব্বে বলা হইয়াছে। চাক্ষুষ মন্বস্তরে পুরূবসা মদ্র দেশের অধীশ্বর, ছিলেন ইহাও বলা হইয়াছে । এই মন্দ্র দেশের রাজধানী ছিল শাকলৰীপ স্বতরাং শাকদ্বীপি ব্রাহ্মণগণই এক সময়ে সাধ্য নামে খ্যাত ছিলেন। পরবর্তিকালের সাধা দেবদিগের সন্তানগণ মনুষ্য নামে থ্যাত হইয়াছেন । সাধ্যানাং মকুজাঃ প্রজা । ( বায়ুপুরাণ ৬৬ অধ্যায়। ) মেরুপৰ্ব্বতের প্রাস্তস্থিত ক্ষীরোদসমূদ্রবাসী সাধ্য, নারায়ণ এই সাধ্যগণের অধিপতি ছিলেন। এজন্য নারায়ণের অবতার কৃষ্ণচন্দ্রও সাধ্যব্রাহ্মণ ব৷ শাকদ্বীপি ব্রাহ্মণগণের সমাদর করিতেন । নারায়ণপ্ত সাধ্যানাং •••••• ( বায়ুপুরাণ ৭০ অধ্যায় ) সাধ্যে নারায়ণশ্চৈব বিষ্ণুপ্রিভুবনেশ্বরঃ । ( বায়ুপুরাণ ২৩ অধ্যায় ) শাকদ্বীপে বেদ । পূৰ্ব্বে বলা হইয়াছে মেরু পৰ্ব্বতই শাকদ্বীপের প্রথম খও। ক্ষত্রিৱাদি বর্ণত্রয় রাজ্য বিস্তার ও ধনোপার্জনাদিহেতু শাকদ্বীপের অন্ত ছয় খণ্ডে বিস্তৃত কইলেণ্ড ব্রাহ্মণগণ প্রথমে তাহাদের উপাস্ত দেৰতা স্বর্ষ্যের রাজ্য দিব্য দেশ হইতে অন্তৰ যাইতে স্বীকৃত ছিলেন না।