পাতা:গ্রহবিপ্র ইতিহাস.djvu/৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(3o গ্রহবিপ্র ইতিহাস সূৰ্য্য ও সূৰ্য্য নিঃস্থত গ্ৰহগণের অবতার। দৈত্যানাং বলনাশায় দেবানাং বলবুদ্ধয়ে । ধৰ্ম্মসংস্থাপনার্থায় গ্রহ জগতা: শুভা: ক্ৰমাৎ । রামোহবতার: সুর্য্যস্ত চন্দ্রস্ত ষড়নায়কঃ । নৃসিংহো ভূমিপুত্রস্থ বুদ্ধ: সোমস্থতস্য চ | বামনে বিবুধেজ্যস্ত ভাগৰে ভাগবস্ত চ । ৰূৰ্ম্মে ভাস্করপুত্রস্ত সৈংহিকেয়ুশু শূকর । কেতোমীনাবতারুশ যে চান্তে লে ইপি খেটজা: | স্বৰ্য্যাদিভ্যে গৃহেভ্যশ্চ পৰমাত্মা’শ নিঃস্থতা: | রামকৃষ্ণাদয়ঃ সৰ্ব্বে হাৰমা বা ভবস্তি বৈ ৷ তত্ৰৈৰ চ বিলীয়ন্তে পুন: কাৰ্য্যোত্তরে সদা । জীবাংশ নিঃস্থত স্তেষাং তেভো জাত নরাদয়: । তেহপি তরৈব লীয়ন্তে তে ব্যক্তে সময়ন্তি হি ॥ ( পরাশর বৃহৎঙ্গোর । রাম, সূর্ব্যের অবতার, কুষ্ণ, চন্দ্রের অবতার, নুসিংহ, মঙ্গলের, ৰুদ্ধ. বুধের, বামন, বৃহস্পতির, পরশুরাম, শুক্রের, কুৰ্ম্ম, শনির, বরাহ, রাহুর, মীন, কেতুর অবতার। স্বৰ্য্যাদিগ্ৰহ হইতে পরমাত্মাংশ নিঃস্থত হুহয়। রাম, কৃষ্ণ প্রভৃতি রূপে অবতীর্ণ হইয়াছেন । র্তাহাদের কার্ধ্য শেষ তঙ্গলে, পুনরায় স্বৰ্য্যাদি গ্রহে বিলীন হয় । গ্ৰহগণ হইতে জীবাশ নিঃস্থত হইয়া মন্তব্য জন্মে, মৃত্যুর পর গ্রহে লীন হয় । স্বরসেনাপতিঃ স্কন্দঃ পঠাভেঙ্গারকে গ্রন্থঃ । নারায়ণং বুধং প্রাহু দে ব’ জ্ঞানবিদে বিদু: ! রুদ্রে। বৈবস্বত: সাক্ষাৎ ধয়ে লোকে প্রভু; স্বয়ং ।