পাতা:গ্রীক দেশের ইতিহাস.djvu/১৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3R) পারিবেন না, তাহ নিশ্চয় জানিয়া তিনি অন্য এক উপায় স্থির করিলেন । যখ। তিনি কতক নিজ আশ্বারূঢ়দিগকে আথানীয়দের * বন্ধুস্বরূপ হইয়া যাইতে আজ্ঞা করিলেন, . এৰ তাহাৰ। তাহার অাজ্ঞাপ্রমাণে নাইসিয়ের * নিকটে গিয়া কছিল, যে তুমি রাত্রিতে যাত্রা করিও না, প্রাতঃকাল পর্যন্ত অপেক্ষা করা উচিত, কেননা সাইরেকুলীয়ের - তাৰখ পথ রুদ্ধ করিয়া তোমাদিগকে আক্রমণ করুণার্থে গুপ্তস্থানে রাত্ৰিতে লুক্কুয়িত থাকিবে । 變 নাইসিয়* অজ্ঞানতাপ্রযুক্ত ঐ প্রবঞ্চিত স^বাদে বিশ্বাস করিয়া কেবল ঐ রাত্রি পর্যন্তই বিলম্ব করিয়া রছিলেন এমত মহে, কিন্তু নিজ সেনাগণ গমনের সুন্দর রূপ উদ্যোগ করিয়া আৱশ্যক সুৰ্য সকল লইয়। যাইতে পারে এই নিমিত্ত্বে পরদিবসও অপেক্ষা করিয়৷ রছিলেন । এই বিলম্বেতেই অাখীনীয়দের * বিনাশ হইয়াছিল, কারণ পরদিবস প্রাতঃকালেই শতুর দুর্গম পথ সকল রুদ্ধ করিল, ও নদী সকলের যেং w স্থানে পদৰূজে পার হওয়াযায় তৎ ং পাখে রক্ষক স্থাপন করিল, ও সেতু সকল ভাঙ্গিয়া ফেলিল, এৰ মাঠের চতুর্দিকে অশ্বারা সৈন্য পাঠাইল ; অতএব আথানীয়ের* যে যুদ্ধ না করিয়া সহজে পলাইভে পায়িৰে এমত এক পথও ছিল না । সে যাহা হউৰু যুদ্ধের পর তৃতীয় দিবসে আখীনীয়ের • কাটানার প্রতি যাত্র। করিল তাহদের সৈন্য ব্যুহাকৃতি দুই দল হইয়াছিল, তাহার প্রথম দলের অধ্যক্ষ নাইসিয় - ও দ্বিতীয় দলপতি ডিমস্থিনি, * এৰ^ সেনাদেৰ তাৰৎ দ্রব্য ঐ দলদ্বয়ের মধ্যভাগে ছিল । এই রূপ তাহারা কতৰ দিব ল স্বদেশের প্রতি গমন করিল, এৰ" শব্ৰুৱাও তাহাম্বের