পাতা:গ্রীক দেশের ইতিহাস.djvu/১৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

38's যোগ কর। অবশ্যক, বিশেষত গ্রীকf দেশে ঐ সকল গুণের যে প্রকার চচ্চ ছিল তাহাতে আমাদের তাঞ্ছৗল্য করা কোন মতে উচিত নহে, যে হেতুক তঙ্গেশীয়ের অনেক গুস্থকৰ্ত্তা কেৰল ৰিম্যাৰিষয়ে প্রসিদ্ধ ছিলেন এমত নহে, কিন্তু স^গ্রামীয় ও রাজনীতিজ্ঞানেও তত্ত্বল্য যোগ্য ছিলেন। হোমরের * বিষয়ে অধিক বর্ণনের আণৰশ্যক নাই, কেননা তাহার ৪৭ সকল সুন্দর রূপে প্রসিদ্ধ আছে। গ্রীকদের * মধ্যে তিনিই যে প্রথম কৰি হইয়াছিলেন এমত কহ। যাইতে পারে ন, কারণ তাহার পর্বেও বিস্তুর গ্রন্থকৰ্ত্ত জন্মিয়াছিলেন, তাছাদের পুস্তকহইতে তিনি স্বকৃত ইলিয়ভু নামে প্রসিদ্ধ গ্রন্থ প্রস্তুত করণে বিস্তুর সহায়তা পাইয়াছিলেন । কিন্তু পূৰ্ব্বকায় কৰিদের মধ্যে কেহ বিখ্যাত হইতে পারে নাই, এই প্রযুক্তই প্রাচীন কৰিদের মধ্যে হোমরকে • আদি কৰি কহা যায় । তাহার জন্ম স্থানের বিষয় বড় নিশ্চয় নাই, কেহ কোন স্থানে আর কেহ অন্য কোন স্থানে কহিয়া থাকেন । এই রূপে সাতটা স্থান কথিত আছে, কিন্তু ইহাই সম্ভব বোধ হয় যে ন্মিণ11 নামক স্থানে তিনি জন্মিয়াছিলেন । অনুমান হয় যে টুয়f নগর বিনাশ হওনের দুইশত চল্লিশ বৎসর পরে তাহার জন্ম হইয়াছিল । হিসিয়ড * নামক কৰি হয়তো হোমরের সমকালস্থায়ী ছিলেন, নতুৱা ভাষার অল্পকাল পরেই জন্মিয়াছিলেন । এই দুই করি কোন গ্রন্থেরই তুলনা করা যাইতে পারে না যে হেতুক হোমরের • গুস্থ সকল মহাভাৰযুক্ত ও শ্রেষ্ঠ, এব^ হিসিয়ডের* ৰৰিত সকল সুগম্যও রম্য ছিল। এই রূপকথনে আমরা হিসিয়ডেৱ * ৰিয়াগ করিলাম”এমত নহে, কারণ তিনি যেমত স্লষ্ট ও • শুদ্ধরূপে লিখিতে চেষ্টা করিয়াছিলেন, সেই মতই হইয়াছিল।