পাতা:গ্রীক দেশের ইতিহাস.djvu/২০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>y-o পোলি - এৰ ডিলিয়ের † যুদ্ধের সময় আমাকে যে২ পদে নিযুক্ত করিয়াছিলেন তন্মধ্যে আমি মৃত্যু ভয় ত্যাগ করিয় রণ করিয়া ছিলাম ; কিন্তু যদ্যপি এই ক্ষণে সেই প্রাণভয়ে পরমেশ্বরদত্ত্ব কৰ্ম্ম অর্থাৎ বেদাভ্যাস করিবার ও অন্যকে তাহা শিক্ষাইবার কৰ্ম্ম ত্যাগ করি, তবে আমি অতিশয় পাপ গুস্ত হইৰ, ও তাহাতেই আমার দেবতা অবিশ্বাস করণের অপবাদ সত্য হইবে, এৰণs অামি তোমাদের নিকটে যথার্থ দোষী হইৰ । হে অাথিনীয়ের , যদ্যপি তোমরা আমাকে মুক্ত কর, তত্ৰাপি আমি নিভয়ে কহিব, যে আমি তোমাদিগকে সম্মান ও প্রেম করি বটে, কিন্তু তোমাদের অপেক্ষায় ঈশ্বরকে অধিক মান্য করি ; এব^ যাবৎ অামাল প্রাণ থাকিবে তাবৎ বেদ পরিত্যাগ করিব না, এৰ- তাৰ নিজরাত্যনুসাবে তোমাদিগকে এইরূপ উপদেশ দিৰ ও অনুযোগ করিব। যে হে বন্ধুগণ,তোমরা জ্ঞান ও সাহসজন্য পৃথিবীব মধ্যে এমত প্রসিদ্ধ নগরনিবাসী হইয়াও জ্ঞান ও সত্যতা ও পরিদেবন এব-২ আত্মাকে সৎ করিতে তাচ্ছীল করিয়া অনিত্য ধন ও গৌরব এৰ সমুম পাইবার চেষ্টা করিতে কি তোমাদের লজ্জা হয় না ? তোমরা অামাকে ভীরু কহিয়া এইরূপ নিন্দা করিয়া থাক যে আমি সকলকে গোপনে উপদেশ দিয়া থাকি, কিন্তু তোমাদের সভায় উপস্থিত হইয়। স্বদেশের মঙ্গলার্থে কখনও পরামর্শ দেই নাই ; কিন্তু আমি জ্ঞান করি যে আমার যথেষ্ট সাহস প্রকাশ হইয়াছে, কেননা স°১ামক্ষেত্রে তোমাদের সহিত রণ কৰিয়াছি ; এব- আজ্জিনিউসি + উপদ্বীপের নিকটে সমুদ্রযুদ্ধের সময় যে সকল লোক হত্যা বা জলমগ্ন হইয়) ছিল, তাহদের শব তুলিয়া দশজন ডিঙ্গাপতি আস্ত্যেষ্টি ক্রিয়।-- দি করেন নাই, এইজন্য তোমরা সেনেট সভায় তাহাদের