পাতা:গ্রীক দেশের ইতিহাস.djvu/২৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఫ్చి 3ఇ সেনাদিগকে শ্রেণীবদ্ধ করিলে তজ্জন্য পরে অকারণ কোন সময় নষ্ট হইবে না । কিন্তু সৈন্যের অগ্রভাগ শত্ৰুদের প্রতি সন্মথ না করিয়৷ বামভাগ পশক্তির অগ্রে লইয়া তিনি পৰ্ব্বতের উপর দিয়া গমন করিতে লাগিলেন, কেননা শত্ৰুৰ ভৰিৰে যে সে দিবস যুদ্ধ করিতে তাহার বাস্থা নাই। পৰে শত্ৰুদের অবস্থিতি স্থান হইতে দেড়ক্রোশ অন্তরে তিনি শিবির করিবার ছলে সেনাদিগকে স্থগিত কবিয়া অন্ত্ৰ শস্ত্র ত্যাগ করাইলেন। ইহাতে শতুদের এমত ভুম হইল যে তাহারা যুদ্ধের বিলম্ব ভাবিয়া অস্ত্ৰাদি ত্যাগ করিয়া শিবিরের চতুদিগে নিশ্চিন্ত মনে ছড়িয়া পড়িল । সুতরা-১ যুদ্ধেৰ পূৰ্ব্বকালে সেনাগণের যে ক্ৰোধোপস্থিত হয় তাহার নিৰ্ব্বাণ হইল । ইপামিনগু * শত্ৰুদের ঐ রূপ নিশ্চিন্ত ভাব দর্শনে হঠাৎ আপন সৈন্যদিগকে দক্ষিণ পার্শ্বে ঘুৰাইয়া আনিয় তাহাদেৰ স্তম্ভাকার যুচাইয়া শ্রেণীবদ্ধ করিলেন, এব^ উৎকৃষ্ট সেনাগণকে ঘূরাষ্টয়া ৰামভাগস্থ দলেৰ সম্মুখে অবস্থিত কৰাইলেন, যে তদূর তাহার। অধিক শক্তিমন্ত হইয়া তাহণদেব সম্মুখস্থ লাসিভিমোনীয় দল আক্রমণ করিতে পারিৰে। অপর তিনি মধ্য ও দক্ষিণ ভাগস্থ সৈন্যদিগকে ধীরে ২ চলিতে এপ-২ শত্ৰুদের অন্তরে অবস্থিত হইতে আজ্ঞা কবিলেন, যে তাহাদের সহিত শত্ৰুব যুদ্ধ করতে না পারে, কেনন। ঐ সৈন্যেরা বড় সুন্দর রূপ পারগ ছিল না । ইপামিন গু* স্বয়ণ যে উৎকৃষ্ট দলের অধ্যক্ষতা করিতেন, এবণ যাহাদিগকে স্তম্ভরুপ করিয়া রাখিয়াছিলেন তাহাদিগকে তিনি ত্রিকোণাকাৰ করিয়া তাহাদের দ্বাৰাই যুদ্ধের শেষ করিতে মানস করিয়াছিলেন । তিনি এইরূপ ভাবিয়াছিলেন: