পাতা:গ্রীক দেশের ইতিহাস.djvu/২৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ই গুণ্ঠ মান হইলেন ; কিন্তু একে ব্যন্তে যাইতে ছিলেন, তাহে fটৰেনির • যুদ্ধে যে আঘাত পাইয়াছিলেন তদ্বারা গোড়া এৰণ ডভিন্ন অতিরিক্ত মদ্যপানে শরীর অস্থিব, ইহাতে ভূমিপতিত হওয়াতে তাহার ক্রুদ্ধ আশয় নিরাশ হইল। সেই সময় আলেক্সাণ্ডর * অনুচিত গৰ্ব্ব পূর্বক মাসিডনীয়দের* প্রতি সম্বোধন করিয়া কহিলেন আছে মাসিডনীয়ের,* দেখ এই বাজা তোমাদিগকে আশিয়ায় { লইয়া যাইতে ইচ্ছ। করেন । দেখ ইনি গুহের এক স্থান হইতে অন্য স্থানে আসিতে পতিত হইলেন । সে যাহা হউক, ফিলিপ * অাশিয়11 জয় করণের আশা এই পৰ্য্যন্ত পরিত্যাগ না করিয়৷ সেই অভিপ্রায়ের ফল জানিবার নিমিত্ত দেবতাদিগকে প্রশ্ন করিয়াছিলেন, এবs যাজিক এই রূপে তাহার উত্তর করিয়াছিলেন, যে বলী অভিষিক্ত হইয়াছে, তাহার বিনাশ নিকট হইতেছে, এৰপ২ সে শীঘুই নষ্ট হইবে । কিন্তু ফিলিপ * এই দৈৰৰানীর ঘোরার্থেও আপন বিষয়ে ন বুঝিয়া আশিয়া জয়ের অর্থে বুঝিলেন ; ফলত এই রূপ শীঘ্র প্রত্যক্ষ হইল, যে ঐ দৈববানী পারস রাজাতে না দশিয়। ফিলিপেরই * বিনাশ হইল, কারণ যে কালীন তিনি অলিম্বিয় • নামিক স্বীয় প্রথম রাণীর ভূতি আলেকসাণ্ডৱ * নামক ইপাইর + দেশের রাজার সহিত আপন কন্য। ক্লিওপাটার - বিবাহ কৰ্ম্ম সমন্ন করিতেছিলেন, সেই কালীন যদ্যপিও তিনি রক্ষকদের দ্বারা বেষ্টিত ছিলেন, তথাপি পাসানিয় * নামক এক মাসিভনীয়” কুলীন অকস্মাৎ প্রৰিষ্ট হইয়া উহাকে অস্ত্রদ্বারা বিদ্ধ করিলেন । এই রূপ রাজহত্যা করণের কারণ এই ৷ ধনু, ফিলিপের * প্রিয় সেনাপতি আটল - ঐ পাসানিয়কে*