পাতা:গ্রীক দেশের ইতিহাস.djvu/২৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ই গু৯ ঐ দিবসে যে সে মন্দির দগ্ধ হইয়াছিল তাহা আশ্চর্য নহে, যে হেতুক আলেক্সাণ্ডরের জন্মকালীন অলিম্লিয়ের প্রসব যন্ত্রণার স্বাস্থ্য করিবাৰ নিমিন্ত সে দিবস ডাই এন- নিযুক্ত ছিলেন । আলেকসাগুর - নব্যবস্থাৰধ অতিশয় গৌরবাকাজুী, কিন্তু তাবৎ প্রকার গৌবৰাকাণ্ডুী ছিলেন না। ফিলিপ * চৰ্ম্মাক অর্থাৎ বাক প্রতাবকের ন্যায় বক্তৃত ও বাক্যের সুন্দৰ প্রবন্ধে প্রেম করিতেন, এব^ গৰ্ব্ব প্রযুক্ত অলিম্লিক ক্রীড়ায় গাড়ী দৌড়ের স্বীয় তাৰ জয় মুদ্রায় খোদাইয়াছিলেন। কিন্তু তাহার পুত্র এতাদৃশ মিথn সম্মানেৰ চেষ্টা করিতেন না। যখন আলেকসাওরের * বন্ধুবা তাহীকে জিজ্ঞাসা কৰিয়াছিলেন, যে তুমি অলিম্লিক ক্রীড়ায় প্রবৃত্ত হইবা কি না? তাহাতে আলেকসাগুর * উত্তৰ করিলেন হল, যদ্যপি বীজাদিগকে অামাল ৰাদি স্বরূপ পাই তবে অামি তাছাতে প্রবৃত্ত হষ্টতে ইচ্ছা করি । আলেকসাওর • আপন পিতাৰ স~গ্রাম জয় স°২বাদ যতবাৰ পাইয়াছিলেন তাহাতে তিনি আহ্লাদত না হইয়া বরণ খেদোক্তিতে সমপাঠকদিগকে কহিতেন, হে বন্ধু সকল, দেথ আমার পিতা সকলই আপনি অধিকার করিবেন, আমি যে জয় কৰিব সে নিমিত্তে কিছুই রাথিয় যাইবেন না। এক দিবস পারস * রাজার কএক জন দূত কোন কৰ্ম্মান্তসে ফিলিপের * নিকট আসিয়াছিলেন, কিন্তু সে সময় তিনি সভায় উপস্থিত না থাকাতে আলেকসাগুরকে" উহাদেব সহিত কথোপকথন করিতে হইয়াছিল । তাহাতে তাহার শিষ্টাচার দেখিয়া ও জ্ঞানের আশ্চর্য বাক্য শুনিয়া তাহার। চমৎকৃত হইলেন ; কারণ র্তাহাব যাদৃশ অল্প বযঃক্রম তদুপযুক্ত সামান্য বিষয়ে প্ৰশু না করিয়া অর্থাৎ পাসায়ার f বিখ্যাত শূন্যের উদ্যান সকল কি রূপ, ও রাজার ধন ও রাজবাটী ও সভার ঐশ্বৰ্য্যই বা কেমন,