পাতা:গ্রীক দেশের ইতিহাস.djvu/২৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*५१४ এরিয়াছিলেন । তিনি তাহাকে সুন্দর বেতন দিতেন কেৱল তাহাই নহে, কিন্তু শেষে এক প্রধান বিষয়ে তাহার প্রতি শুদ্ধ প্রকাশ করিয়াছিলেন। যথা আৱিষ্ট'টলের • জন্ম ভূমি যে ষ্টাজাইরা নগর তিনি পূৰ্ব্বে জয় করিয়া উচ্ছিন্ন করিয়াছিলেন, তাহ। এইক্ষণে পুণর্নির্মাণ করিলেন, এব-২ তন্নিবাসি লোকদের মধ্যে যাহার। পলায়ন কবিয়াছিল বা দাস হইয়াছিল তাহাদিগকে তিনি তথায় পুনঃস্থাপন করিলেন ; আর বিদ্যা বা শুম অভ্যাসেব কারণ তিনি তাহাদিগকে এক উপৰন দিলেন। প্লুটার্ক • কহেন, যে সকল প্রস্তুরাসনে আণরিষ্টাটল * সৰ্ব্বদা ৰসিতেন এৰণ যে ২ ছায়াযুক্ত পথে তিনি ৰেড়াইতেন তাহ ষ্টাজাইরাf নগরবাসির তাহাকে দেখাইয়াছিল । আলেকসাগুর ও আরিষ্টাটলকে - আপন পিতার ভূল্য মান্য করিয়া কহিতেন যে আমি জন্মের কারণ পিতার নিকট ঋণী, কিন্তু জন্মিয় লুথে থাকনের পথ পাইবার নিমিত্ত আরিষ্টাটলের * নিকট ঋণী আছি । শিক্ষকের পারগতা ও যত্বানুসারে শিষ্যের বিদ্যা জন্মিয়াছিল । তিনি বেদের অতিশয় অনুরাগ করিতেন এব^ তাহার নানা থণ্ড অভ্যাসও করিয়াছিলেন ; কিন্তু তিনি নীতিশাস্ত্রাভ্যাসেই দৃঢ়ৰূপে নিযুক্ত ছিলেন, যেহেতুক তাহাই রাজগণের উপযুক্ত শাস্ত্র, কেননা তদূর মনুষ্যৰগের কৰ্ত্তব্যাকৰ্ত্তব্য জ্ঞাত হওয়া যায় । অতএৰ ঐ শাস্ত্ৰহইতেই পরিদেবনা ও রাজনীতি জ্ঞান দশে এইরূপ ভাৰিয়া তাহতে অৰিশ্ৰান্ত রূপে মনোযোগ করতেন । অপর আরিষ্টাটল * তাহাকে যেরূপ বিচার শিখাইয়াছিলেন সেই রূপ সংকথকতাও শিক্ষা করাইবার যত্ন করিয়াছিলেন। এই নিমিত্তে আরিষ্টাটল * অলঙ্কার শাস্ত্রের