পাতা:গ্রীক দেশের ইতিহাস.djvu/২৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৭৩ তিনি তাবৎ প্রকার গেীয়ৰ পাইতে এমত অ্যাকাণ্ডুী ছিলেন, যে আiপন শিক্ষক আরিষ্টটল * বিবেক শাস্ত্র সম্বন্ধীয় কতক খণ্ড তাহাব অসাক্ষাতে প্রকাশ করিলে তিনি তাহার প্রতি অতুষ্ট হইয়াছিলেন, যেহেতুক ঐ কএক খণ্ড অন্যে না পায় কেবল তিনি একাকীই রাথিতে ৰাস্থিত ছিলেন । অধিকন্তু যে সময় তিনি আশিয়া f দেশ জয় করণে ও ডেরাষ্টয় - রাজার পশ্চাৎ গমনে প্রবৃত্ত ছিলেন তখন আৱিষ্টটলেৰ * ঐ বিষয়ে দোষ দিয়া এক পত্র লিখেন, সে পত্র অদ্যাবধি আছে । আলেকসাগুর * সেই পত্রে এই লিথেন যে অন্যাপেক্ষায় আমার পর্যক্রম ও রাজ্যবৃদ্ধি ন হইয়। বর" শাস্ত্ৰেৰ আধিক্য হয় তহা অামাব প্রার্থন । তিনি তাবৎ প্রকার শিল্প বিদ্যারও অতিশয় অনুৰাগ করতেন, কিন্তু যে রূপ রাজার উচিত সেই রূপই কবিতেন, অর্থাৎ তিনি সে সকলের গুণ ও আবশ্যকতা জানিতেন । উtহার শাসনের সময় বাদ্যবিদ্য ও চিত্রবিদ্যা ও থোদকবিদ্যা এরূপ গৃহাদি নির্মাণ বিদ্যার অতিশয় চচ্চা হইয়াছিল, কারণ তিনি ঐ সকল গুণেব গ্রাহক ছিলেন, এব°২ সে সালের উত্তম ধম বিচার পর্বক পুৰস্কার কবিতেন । কিন্তু তিনি কোন ২ সামান্য অব্যৱহায্য অথচ ক্ষমতাপেক্ষ করে এমত কৰ্ম্মকে ঘৃণা করিতেন। যথা এক দিবস কএক জন মাসিডনীয় * এক ব্যক্তিকে শূচের ছিদ্র দিয়া .দ্র ২ কড়াই নিক্ষেপ করিতে দেখিয়া চমৎকার প্রকাশ করাতে আলেক্সাণ্ডৱ * কছিলেন, ঐ ব্যক্তির যেমন্ত কৰ্ম্ম সেইমত পুরস্কার তাহাকে দৰ, এব- সেই কথা প্রমাণে তিনি ডাহাকে এক বুড়ি মটর কড়াই , পাঠাইয়ু দিলেন !