পাতা:গ্রীক দেশের ইতিহাস.djvu/২৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*、*a কিন্তু ঐ যুদ্ধযাত্রা করিৰার পূৰ্ব্বে মাসিডনের } রাজ্য ব্যাপার ব্যবস্থাৰৎ করা উচিত, এমত বুঝিয় তিনি আন্টিপেটল্প * নামক এক ব্যক্তিকে দ্বাদশ সহসু পদাতিক ও প্রায় তৰুল্যস~থ্যক অশ্বরুঢ় সৈন্য দিয় তাহাকে রাজ্যে আপন প্রতিনিধিস্বরূপ নিযুক্ত করিলেন ; পরে নিজবন্ধুগণেব অবস্থা প্রত্যেককে জিজ্ঞাসা করিয়া কাছাকে ২ ভূমিদান কাহাকে ও বা গুমদান কৰিলেন, ও কাহারও ভরণ পোষণার্থে কোন ২ নগরের রাজস্ব এব^ কণছাকে ও ৰ ঘাটের কর দান কবিলেন । এতাদৃশ দানদ্বারা তাৰৎ রাজস্ব ৰদ্ধ হওয়াত পড়িক • নামক তাহাৰ এক বন্ধু ভাষাকে এই জিজ্ঞাসা করিলেন, যে হেৰাজন্য আপনার নিমন্ত কি রাথিলেন ? অালেক্সাণ্ডর" উত্তর করিলেন, আমার কারণ "আশা" র ছিল । ইহাতে পড়িক • কহিলেন তবে সেই আশায় আমাদেরও ক্ষান্ত থাকা উচিত , অতএব রাজ। তাছাকে যাহ। দান করিতে ইচ্ছা করিয়াছিলেন তাহা তিনি স্বীকার করিলেন না। ১৪ অস্থাষ । আলেক্সাণ্ডরের • আশিয়া দেশে উপস্থিত হওনাবধি তাহার মৃত্যুকাল পর্যন্তের বিবরণ। আলেকসাগুর * মাসিডন f হইতে গমন করিলে তদেশে ঐক্য থাকে ও কোন প্রকার বিরোধ উপস্থিত হইতে না পারে এই প্রযুক্ত উচিত মত পক্সেই সাবধান হইয় হসন্ত কালারম্ভে অাশিয়াতে যাত্ৰ কৰিলেন । তাহার সহিত ত্রিশ সহসু পদাতিক ও চারি পাচ সহসু অশ্বারুঢ় সৈন্যেৰ কিঞ্চিৎ অধিক ছিল, কিন্তু তাহার। সকলেই সাহসী ও সুশিক্ষিত এন- দুঃখ সহিষ্ণু। ইহার ফিলিপের * অধ্যক্ষতায় অনেক বার যুদ্ধ করিয়া এমত উপযুক্ত হইয়াছিল যে আবশ্যক হইলে প্রত্যেকেই সেনাপতিত্ব কৰ্ম্ম করিতে পারিত । ঐ সৈন্যের অধ্য