পাতা:গ্রীক দেশের ইতিহাস.djvu/৩২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

שללא তাহাকে অাপন ক্রোড়ে লইলেন ; শিপ্তও শঙ্কা ব্যতিরেকে বাহুবিস্তীর্ণ করিয়া গেল। তাহার এই রূপ বিশ্বাসে আলেকসাণ্ডরের - এমত কৃপা হইল যে তিনি সঙ্গি হিপিশ্চিয়নকে* কহিলেন যে এই শিশুর শীলতার কিঞ্চিৎআ~শ ডেরাইয়ের* থাকিলে অতিশয় সুখের বিষয় হইত। ডেরাইয়ের • স্ত্রী ঐ কালে পরম সুন্দরী ছিলেন বটে, কিন্তু ঐ স্ত্রী পাছে মনে করেন যে ইনি আমার সতীত্ব নষ্ট করিবেন, এই ভয় দূৰী করণ হেতুক আলেক্সাণ্ডর * প্রতিজ্ঞ করিলেন, যে আমি কথন ঐ শিবিরে প্রবেশ করিব না ৷ জয়ি রাজাদের এমত সুনীতি থাকা আবশ্যক , আলেকসগুরের - এই রূপ সুনীতি প্রযুক্ত খুটাক “ কহেন যে পারসরাজ্ঞীর দেবালযে থাকিলে যে প্রকার দৃষ্টির অগোচর হইয়। নিরুদ্বেগে থাকিতেন শজুদেব শিৰিৰে থাকিয়াও সেইরূপ ছিলেন । আলেকসাণ্ডর* সিসিগাম্বির* সহিত এমত সদ্ব্যবহার কবিয়া ছিলেন যে তাহার আপন পুত্র ডেরাইয়* তাহকে ইহাহইতে অধিক সম্মান করিতে পারেন নাই। পাশাঁদের * যে সকল রাজ কুটুম্বব যুদ্ধে হত হইয়াছিল, তাহাদের নিয়মানুসারে অন্ত্যেষ্টি ক্রিয়। কৰণ জন্য মাসিডনীয়- ভূপতি সিলিগাম্বুিকে • অনুমতি দিলেন, এব^ ডেরাইয়ের - সভাস্থ কতক কুলীনের প্রতি তিনি যথার্থ ক্রোধ করিয়াছিলেন পটে আত্রাপি সিসিগামির * প্রার্থনায় তাহাদিগকে ক্ষমা করিলেন । আলেক্সাণ্ডরের * পূৰ্ব্ব অস~থ্য জয়ে যে প্রকাৰ সুখ্যাতি হইয়াছিল, পারস রাজ্ঞীর প্রতি ঐ মত ব্যবহার করণে তাহার ততোধিক সুখ্যাতি হইল। তিনি যুদ্ধে বন্দিদিগের প্রতি যে অতিশয় দয়া প্রকাশ করিয়াছিলেন ও শক্তিমন্ত হইয়াছিলেন, সেই রূপ ব্যবহার করণ বীরদিগের গৌরবের দৃষ্টান্তস্থল হইয়াছে।