পাতা:গ্রীক দেশের ইতিহাস.djvu/৩২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

eye তাহাতে ভাতৃদ্বয় উত্তর করিলেন, যে অনেকেই বহুকালে অত্যন্ত লোভ প্রযুক্ত ঐ পদ প্রাপ্ত হইতে আকাঞ্জিত হইয়া আলেকসাগুরের*fপ্রয়পাত্রদের নিকট যাইয়। নান। প্রকার স্তৰ করিতেছেন, কিন্তু অাবডোলনিয় * নামক এক ব্যক্তি রাজপবিবার সমকে অতি দূর, তিনিই রাজসি^হাসন পাইবার যোগ্য ব্যক্তি ; উাহ। ব্যতিরেকে অধিক উপযুক্ত দেথি না, এবণs ঐ ব্যক্তি এমত দবি দু যে নগবের অন্তঃপাতি এক উদ্যানে আপনার উপজীবিকার্থে স্বহস্তে পরিশুম করেন । সার লোব ও সৌজন্যের কাবণ লোকেল প্রায় যে রূপ দরি দু হয় ঐ ব্যক্তি সেই রূপ দৰিদ্র । তিনি সদা আপন কৰ্ম্ম করণে বাণু প্রযুক্ত আশিয়ার f এমত ঘোর তব স~গুমের বাৰ্ত্ত ও জ্ঞাত নহেন । হিফিষ্টিয়ন - উহাদেব কথায সম্মত হওয়াতে ভাতৃ দ্বয়ে ঐ আলডোলনি বের * অনুসন্ধানাথে গমন করিয়া দেখিলেন তিনি অলপন উদ্যানে নিড়াইতেছেন । তাহার উহাকে বাজস্বরূপে প্রণাম করাতে তিনি প্রথম তাছাদের প্রতি ক্ষণেক কাল স্থির দৃষ্টি করিয়া আপন অন্তঃকৰণে অনুভব করলেন যে ইহার! আমাকে যথার্থ রাজ জ্ঞানে প্রণাম না কবিয়া, ব্যঙ্গ কবিতে ছেন, এই নিমিত্তে তিনি তাহাদিগকে জিজ্ঞাস কৰিলেন যে আমাকে এ প্রকার ব্যঙ্গ করিতে তোমাদেব কি লজ্জা হয় না ? তাহাদের প্রার্থনায় সম্মত না হইয়া তিনি তাহাতে আপত্তি করাতে তাহারা তাহাকে বলক্রমে সুনি করাইলেন এব°১ এক স্বর্ণ মণ্ডিত রাজবন্ত্র তাহার স্কন্ধে দিয়া তাহাকে পুনঃং কহিতে লাগিলেন, যে মহাশয়, আপনি এইক্ষণুে সাইডনী নগরের