পাতা:গ্রীক দেশের ইতিহাস.djvu/৩৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\ర్చి 6 অতিশয় ভীত হইয়াছিল, যেহেতুক তাহদের যুদ্ধে শরীর রক্ষার্থে যে পরিচ্ছদ ছিল তাহার ছিদ্র মধ্যদিয়। ঐ উত্তপ্ত বালুক মা-সল্পর্শ হইবামাত্রেই অন্থিমধ্যে এমত কঠিন রূপে সপ-লগ্ন হষ্টত যে তাহা কোন মতে আকষণ করা যাইত না । অতএৰ সৈন্যেব। ইহাব অতিশয় যাতনাতে আপনাদের অস্ত্রাদি পরিত্যাগ করিয়া ৰত্নাদি থণ্ড ২ করতঃ উলঙ্গ হইলে টিরৗয়ের। * অনায়াসে ত হাদিগকে অন্ত্রে বিদ্ধ করিতে লাগিল । ঐ অ্যক্রমণ বহুকাল স্থায়ি হওয়াতে ঢ়িবীয়দেব * উপায ও সাহস বৃদ্ধি হইতে লাগিল, জানিব আলেক্সাণ্ডব • শেষ উদ্যমে যাহ। হয় তাহা ভাপিয়া তা-শদিগকে একেবারে সমুদ্র ও স্থলপথে আক্রমণ করিতে পুতিজ্ঞা করিলেন । আলেকসাওর • আপনি সেতুস্থিত সৈন্য মধ্যে অলস্থিতি করিয়া আপন ভিঙ্গ। সকলকে সাহসি সেনার সহিত শূেণী বন্ধে শত্ৰু ডিঙ্গ। সকলেব প্রতিকূলে গমন করিতে অনুমতি করিলেন, ইহাব অভিপ্রায় এক্ট যে শত্ৰুবা একেবারে নানা প্রকার বিপদ দেখিয়া ভয়ে মগ্ন হাইৰেক। অতএব এই ক্ষণে সৰ্ব্বণিকহইতে তুল্য ও অনিৰাবণীয় ক্রোধ ও পর ত্রিম দ্বারা আক্রমণারম্ভ হইল । নগর প্রাচীরের কোন ২ অ’sশ এক প্রকাব মেষাকৃতি যন্ত্রদ্বারা ভগ্ন হইয়াছিল, ও যেং স্থানে সেতু সকল ভগ্ন হইয়াছিল আর্জি রাস্পিডির • আড়মট * নামক এক মহাপরাক্রান্ত অধ্যক্ষের সহিত গমন কৰিয়া সেইং ভগ্ন স্থানোপরি দুর্জর্য সাহস পূৰ্ব্বক অবিলম্বে আরোহণ করল। কিন্তু ঐ আডমিট * যে কালে আপন সৈন্যগণকে সাহস দিতে ছিলেন সেই সময়ে এক বর্ষাঘাতে উপহার প্রাণ ৰিয়োগ হইল ।