পাতা:গ্রীক দেশের ইতিহাস.djvu/৩৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩২ ও ডেৰাইয়ের • পত্নী ষ্টাটর• প্রসববেদনায় পঞ্চস্তু পাইলে স্বামির নিকটে যেরূপ সম্মান ও সমারোহ পৰ্ব্বক তাহার অন্ত্যেষ্টিক্রিয় হইত আলেকসাগুর*ও সেই রূপ করিলেন । আলেকসগুরের • শত্ৰুপত্নীর প্রতি সম্মান করাতে ডেরাইয়° এমত চমৎকৃত হইয়াছিলেন যে ঐ স^বাদ পাইবা মাত্রেই তিনি স্বর্ণপথে দৃষ্টি করিয়া কহিলেন, যে হে দেবগণ, তোমরাই অামাদের রক্ষক ও তোমাদের আজ্ঞায় তাবৎ রাজ্যের শুভ ও অশুভ হয়, অতএব এইক্ষণে অামাকে এই আশীৰ্ব্বাদ কর যে আমার রাজ্য ভিষেক হওন কালে পারস রাজ্যকে যেরূপ ঐশ্বৰ্য্য বিশিষ্ট আমি পাইয়াছিলাম যেন সেইরূপ অবস্থায় তাহা পরিত্যাগ করিয়া আলেকসাগুরকে * দিয়া যাইতে পারি, তাহাতে আলেকসাগুর * অামাব স্ত্রীর প্রতি যেরূপ সম্মান করিয়াছেন তাহার উপযুক্ত প্রত্যু পকাব হইবে । কিন্তু যদ্যপি ঐশ্বৰ্য্যবন্ত পারস্ রাজ্য নিতান্তই বিনষ্ট হয তবে সাইরের * fদ^হাসন আলেকসাগুর *ভিন্ন অন্য কেহ যেন প্রাপ্ত না হয়েন । সে যাহা স্থউক আলেক্সাণ্ডর * ডের ইয়ের * মাতা ও স্ত্রীব প্রতি দয়া প্রকাশ করিয়াছিলেন বটে, কিন্তু তিনি পাবস র জাব প্রতি অতিশয় নিষ্ঠুর ব্যবহার কবিয়াছিলেন, যে হেতুক ডেরাইয় • সন্ধিব কারণ তাহাব নিকট যেং আবেদন কবিয়াছিলেন তাহা সকলষ্ট তিনি অগ্রাহ্য করলেন, সুতরাপাবস্তুপতি সাধ্যানুসারে আপন রাজ্য রক্ষা করিবার অভিপ্রায়ে পুনৰ্ব্বার সৈন্য স^গুহ করিতে বাধিত হইলেন। এব^ তদুদ্মোণে অতিশয় সাহস পূৰ্ব্বক পরিশুম করিয়া পূৰ্ব্বাপেক্ষায় প্রায় অৰ্দ্ধেক সৈন্য সংগ্ৰহ করিয়া আলেক্ৰ সাপ্তরের *"গমনে প্রতিযোগ করিতে যদি পারি এই অভি