পাতা:গ্রীক দেশের ইতিহাস.djvu/৩৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\రిలy• এক ২ বৃক্ষে রছিল, অতএব তাহার শরীর চারি অ-শে বিভক্ত ছইয়া প্রাণ বিয়োগ হইল। কোন ২ বিবৰণবেত্তার কহেন যে আমাজনদের * রাজ্ঞী খালেষ্টি * ঐ সময়ে আলেকসাণ্ডবের * সহিত সাক্ষাৎ করিতে আগমন করিয়াছিলেন । কিন্তু বিজ্ঞ ইতিহাসবেত্তার। ঐ বিষয় কেবল মিথ্যা গল্পস্বরূপ কহিয়া থাকেন । আলেকসগুরের * সকল সদনুণের মধ্যে স্ত্রীলোকের প্রতি দয়া ও জিতেন্দ্রিয়েব কারণ তিনি অতি বিখ্যাত ছিলেন । তাহার আশ্চর্য প্রমাণ এক্ট, যে এক পাশাঁ বন্ধি স্ত্রীলোক এক দিবস এক সাধারণ ভোঙ্গস্থলে গান কবি তেছিলেন, তাছার সলজ্জম্ব ভাবদ্বারা তিনি যে রাজব-শোভব। তাহ । বুঝিয়া ভূপতি তাহাকে স্বাধীন করিয়া তাহার অপহৃত বিষয় প্রত্যপর্ণ করিয়া তাহার স্বামি হিষ্টাiপ্লকে * তাহার সমপর্ণার্থে অনুসন্ধান কবিতে অজ্ঞ কৰিলেন। আলেকসাপ্তরের • মনের গৌরব ও মহত্ত্ব পশ্চাৎ বিষয় বিশেষরূপে ব্যক্ত হয় ৷ যথা তিনি অ্যাপন লোকদিগকে এই রূপ সৰ্ব্বদা বুঝাইতেন যে তোমাদের বর্তমান সল্পত্তি যদ্যপিও অতি অধিক হয়, তথাপি আমি যে সমৃত্তি ত্বরায় তোমাদিগকে দিব তদপেক্ষায় তোমাদের বর্তমান বিষয় নিতান্ত সামান্য জানিব । পরে তাহার সেনারা অপহৃত দুর্য সমূহের বহন ভার প্রযুক্ত পৰ্ব্ববৎ অনায়াসে দ্রুত গমনে অক্ষম হইয়াছে দেখিয়া তিনি নিতান্ত আবশ্যক দুব্যভিন্ন আার ২ তাবৎ বস্তু এক প্রশস্ত মাঠে লইয়। দগ্ধ করিতে তাহাদিগকে আজ্ঞা দিলেন । আমর। এই পর্যন্ত আলেকসাণ্ডরের* কেবল উমত্তং বিষয়ই লিখিলাম, কিন্তু এইক্ষণে তাহার ৪ণ ও দোষ উভয়ই লিথিৰ ।