পাতা:গ্রীক দেশের ইতিহাস.djvu/৩৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8sסא নামক ইতিহাসবেত্তাদ্বয় কহেন যে তিনি ঐ সাহসিক ও দুৰ্দ্দান্ত সিথিয়দিগকে • কোনক্রমেই বশীভূত করিতে পারেন নাই । বরণ কশিয় - এমতও কহোন, যে সিন্ধিয়ের * গ্ৰীকদিগকে “ সমুণরুপে পরাভূত করিয়াছিল, এৰ^ আলেকসাগুর - এই বিষয় গোপন করুণাথে এইরূপ প্রচার করিয়াছিলেন যে ঐ স~গুIমহইতে পলায়িতদের মধ্যে ঐ পর্যভবের ৰিষয় যিনি কিছু প্রকাশ কবিৰেন তাহার প্রাণদণ্ড হইবে । কশিয় * অারও কছেন, যে সিথিয়দের * দূতের আলেক্সাণ্ডরের - সমুখে আসিয়া সাহসপৰ্ব্বক কহিয়াছিলেন, ভূমি ছলক্রমে কহিয়া থাক যে অপহারকদিগের বিনাশ করণই কেবল তোমার প্রভিপ্রায়, কিন্তু তোমার সমান অপহারক আর কেহই নাই । সে যাহাহউক, বোধ হয় তিনি সাইরিপোলি + নামক নগর অধীন ও লুঠ করিয়া এব" জাকুথি । নদী পার হইয়n fএ-২শখ সহসু সৈন্যের এক দল সিথিয়দিগকে * পরাভূত করিয়াছিলেন । তাহারা পিট। অক্লিএনাই । নামক এক পৰ্ব্বতস্থ দুর্গমধ্যে ছিল । আলেকসাগুর - যেরূপ ভাবিয়াছিলেন তদপেক্ষায় তাহার। অধিক প্রতিজ্ঞা পৰ্ব্বক ৰাধা দিয়াছিল, এই প্রযুক্ত তিনি উহাদের সামান্য লোকদিগকে দাস করিলেন, আর অধ্যক্ষগণকে ঐ পৰ্ব্বততলে ক্রুশে বদ্ধ করিলেন । এইরূপে তিনি দেশের মধ্যভাগে গমন করিবার পথ পাইয়। প্রথমে বাসেরিন প্রদেশে ও তৎপরে মারাকানডায়া এমন করিয়া কুইটকে * ঐ শেষোক্ত দেশের শাসনকৰ্ত্তা করিলেন । কিন্তু ঐ সাহসী ও যোগ্য সেনাপতি অল্পকাল পরেই পমিনিয়ের * ন্যায় দূরদৃষ্টগুম্ভ হইলেন । যখন কোন দিবস এক ভোজে তিনি মদ্যপানে মত্ত হইয়া কহিয়াছিলেন